প্রতিবেদন: দেশের সংবিধানের মাহাত্ম্য ব্যাখ্যা করতে গিয়ে লোকসভায় দাঁড়িয়ে এক ঘন্টা ৫০ মিনিট ধরে বক্তৃতা দিয়ে ফের আত্মপ্রচার করলেও একবারের জন্যও মণিপুর শব্দটি উচ্চারণ করার সাহস দেখাতে পারলেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ এক্স হ্যান্ডলে এই নিয়ে মোদিকে তীব্র কটাক্ষ করেছে তৃণমূল। বাংলাদেশ নিয়েও নীরব রইলেন তিনি। শুধু তাই নয়, দীর্ঘ ভাষণের সর্বক্ষণ নিজের সরকারের জয়গান করলেও দেশের ক্রমবর্ধমান বেকারত্ব, মুদ্রাস্ফিতী, মূল্য বৃদ্ধির হার কী করে কমবে, তার কোনও দিশাও দেখাতে পারলেন না দেশবাসীকে৷ হেঁটে বেড়ালেন অতীতে, বর্তমান এবং ভবিষ্যৎ নিয়ে কিছুই বললেন না।
আরও পড়ুন-যুক্তরাষ্ট্রীয় কাঠামো ধ্বংস করছে মোদি সরকার, লোকসভায় তোপ দাগলেন সৌগত
শনিবার লোকসভায় দাঁড়িয়ে প্রধানমন্ত্রী বারবার মহিলাদের ক্ষমতায়নের কথা বললেন, অথচ একবারের জন্যও বললেন না বিজেপি শাসিত রাজ্যে দিনের পর দিন ধর্ষিতা মহিলাদের সুরক্ষা কি ভাবে প্রদান করা হবে৷ মহিলাদের ক্ষমতায়ন নিয়ে যে প্রধানমন্ত্রী সংসদে দাঁড়িয়ে সারা দেশের সামনে মিথ্যাচার করছেন তার প্রমাণ মিলেছে সরকারি পরিসংখ্যানেই৷ ২০১৯ সালে বিজেপির মহিলা সাংসদের প্রতিনিধিত্বের হার ছিল ১৪.৪ শতাংশ৷ ২০২৪ সালে তা কমে হয়েছে ১৩.৬ শতাংশ৷ অথচ বিজেপি প্রতিশ্রুতি দিয়েছিল মহিলাদের জন্য সংসদে ৩৩ শতাংশ আসন সুরক্ষিত করা হবে৷ পক্ষান্তরে ৩৮ শতাংশ মহিলা সাংসদদের দিল্লি পাঠিয়ে রেকর্ড গড়েছে তৃণমূল কংগ্রেস৷ কেন পশ্চিমবঙ্গের মত বিরোধী রাজ্য তার ন্যায্য পাওনা টাকা পাবে না, এই প্রশ্নেরও কোনও উত্তর দেননি তিনি৷