আজ কাঁথি সমবায় ব্যাঙ্কে ভোট, আশঙ্কা গোলমাল পাকাবে গদ্দার

রবিবার অবশেষে হতে চলেছে কন্টাই কো-অপারেটিভ ব্যাঙ্কের নির্বাচন। এই নির্বাচনকে আটকাতে অনেক কলকাঠি নেড়েছিল গদ্দার অধিকারী।

Must read

সংবাদদাতা, কাঁথি : দীর্ঘ টানাপোড়নের পর আজ, রবিবার অবশেষে হতে চলেছে কন্টাই কো-অপারেটিভ ব্যাঙ্কের নির্বাচন। এই নির্বাচনকে আটকাতে অনেক কলকাঠি নেড়েছিল গদ্দার অধিকারী। সেই সমস্ত চক্রান্তকে ব্যর্থ করে আদালতের নির্দেশে হচ্ছে ভোট। তবে কেন্দ্রীয় বাহিনী নিয়ে গদ্দারের নেতৃত্বে আজ এই ভোটকে ঘিরে গন্ডগোলের আশঙ্কা করছেন অনেকেই। কারণ এক সপ্তাহ আগেই তমলুক কৃষি সমবায় ব্যাঙ্কের নির্বাচনে গো-হারান হেরেছে গদ্দার গোষ্ঠী। মানুষ ঢেলে ভোট দিয়েছেন তৃণমূলকে। যাকে আসলে গদ্দারের গায়ে কাটা ঘায়ে নুনের ছিটেই বলা যায়। আর সেই জ্বালাতেই আদালতে কেন্দ্রীয় বাহিনীর দাবি করে গদ্দার। সেইমতো আজ কেন্দ্রীয় বাহিনীর তৎপরতায় পূর্ব মেদিনীপুরের ১৪টি কেন্দ্রে হতে চলেছে এই হাইভোল্টেজ নির্বাচন।

আরও পড়ুন-হারা ম্যাচে জয়, ত্রাতা আলবার্তো

নন্দীগ্রামে বরাবরই নির্বাচনে জয়ের জন্য গুন্ডামি করে এসেছে গদ্দার। সেই ট্রেন্ড যে কন্টাই কো-অপারেটিভ নির্বাচনে ব্যতিক্রম হবে না এটাই মনে করছেন তথ্যভি়জ্ঞ মহল। নন্দীগ্রামের জন্য হেঁড়িয়ার শিবপ্রসাদ ইনস্টিটিউট নির্বাচন কেন্দ্র করা হয়েছে। সেখানে শনিবার থেকেই ভোটারদের হুমকি দেওয়াও চলছে বলে অভিযোগ উঠেছে। যাতে মানুষ তাঁদের ইচ্ছায় ভোট দিতে না পারেন সেজন্য প্রস্তুত রয়েছে গদ্দার বাহিনী। তবে তাদের গুন্ডামি রুখতে তৎপর রয়েছেন তৃণমূল নেতৃত্বও। ইতিমধ্যে এই নির্বাচনের বিশেষ দায়িত্ব পাওয়া বিধায়ক অখিল গিরি প্রতিটি ব্লকের নেতৃত্বকে এই বিষয়ে সজাগ করে দিয়েছেন। যাতে গুন্ডামি করতে এলে সকলে মিলে রুখে দিতে পারেনসে ব্যাপারে প্রস্তুত সবাই। এই নির্বাচনে মোট আসন ১০৮টি। মোট ভোটার ৮০ হাজার ৪৮০। চলতি বছরে একের পর এক সমবায় ভোটে পূর্ব মেদিনীপুর জেলায় গো-হারান হেরে চলেছে গদ্দারের দল। কন্টাই কো-অপারেটিভ ব্যাঙ্কেও দুর্নীতির জন্য চেয়ারম্যান পদ থেকে অপসারিত হয় গদ্দার অধিকারী। তাই লজ্জায় এবার ভোটের আঙিনায় নিজে পা রাখেনি গদ্দার। তবে আড়ালে কলকাঠি নাড়া চলছে। এই ভোটের দায়িত্বে থাকা অখিল গিরি জানান, ‘হেঁড়িয়াতে শুভেন্দু গোষ্ঠীর নেতৃত্বে গন্ডগোলের আশঙ্কা রয়েছে। আমরা গন্ডগোল রুখে দিতে প্রস্তুত। এই নির্বাচনে আমরা জিতছি এটাও নিশ্চিত।’

Latest article