আজ মরসুমের শীতলতম দিন কলকাতায়

অবশেষে বঙ্গে শীতের আমেজ। পাহাড়কে পশ্চিমের জেলাগুলি রীতিমত জোরকদমে টেক্কা দিচ্ছে। এই আবহে জমিয়ে শীত এবার কলকাতাতেও

Must read

অবশেষে বঙ্গে শীতের আমেজ। পাহাড়কে পশ্চিমের জেলাগুলি রীতিমত জোরকদমে টেক্কা দিচ্ছে। এই আবহে জমিয়ে শীত এবার কলকাতাতেও (Kolkata) । ১২.৫ ডিগ্রিতে নামল কলকাতার তাপমাত্রা। আবহাওয়া দফতর সূত্রে খবর, আজ, রবিবার তৈরী হয়ে গেল নতুন রেকর্ড। আজ মরসুমের শীতলতম দিন। আলিপুরের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ৪ ডিগ্রি কম। শনিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৪ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৪৩ থেকে ৯৩ শতাংশের কাছাকাছি রয়েছে। স্বাভাবিকভাবেই এমন আবহাওয়া জমিয়ে উপভোগ করছেন শীতপ্রেমীরা। এই দফায় যদিও তাপমাত্রা কমার আশা নেই। ঠান্ডার দাপটের নিরিখে দার্জিলিংয়ের সঙ্গে পাল্লা দিচ্ছে পুরুলিয়া। এদিন দার্জিলিংয়ের তাপমাত্রা ৫.২ ডিগ্রি সেলসিয়াস, অন্যদিকে পুরুলিয়ার ৫.৯ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের ৭ ডিগ্রি নীচে নামল পুরুলিয়ার তাপমাত্রা। শ্রীনিকেতনের তাপমাত্রা ৭.৮ ডিগ্রি সেলসিয়াস, বাঁকুড়ার ৯.৫ ডিগ্রি সেলসিয়াস।

আরও পড়ুন-কাজে আলস্য, মোদীরাজ্যে নিজের হাতের চারটে আঙুল কাটলেন যুবক

সোমবারের পর যদিও ২-৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়বে। ১৮ ডিসেম্বর পর্যন্ত স্বাভাবিক বা তার নিচে থাকবে পারদ। বঙ্গোপসাগরের নিম্নচাপের প্রভাবে কিছুটা কমবে ঠান্ডা। এদিন সাগরে নতুন করে নিম্নচাপ সৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও সংলগ্ন দক্ষিণ আন্দামান সাগরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। আগামী ২৪ ঘন্টায় এই ঘূর্ণাবর্ত দক্ষিণ বঙ্গোপসাগরে নিম্নচাপে পরিণত হতে পারে। যদিও এই নিম্নচাপের অভিমুখ তামিলনাড়ু উপকূলের দিকে থাকবে। উত্তর-পশ্চিম ভারতে নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হয়েছে। তাই উত্তর-পশ্চিম ভারতের পার্বত্য এলাকায় সোম ও মঙ্গলবার তুষারপাতের সম্ভাবনা থেকেই যাচ্ছে। তিন জেলাতে তুলনায় একটু বেশি কুয়াশার দাপট থাকবে। পশ্চিম বর্ধমান, বীরভূমের পাশাপাশি মুর্শিদাবাদে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা থাকবে । কলকাতা-সহ বাকি জেলাতেও সকালের দিকে হালকা কুয়াশা ধোঁয়াশা থাকবে।

Latest article