তবলার কিংবদন্তি উস্তাদ জাকির হুসেনের মৃত্যুর খবর ঘিরে চরম বিভ্রান্তি রবিবার রাতে। সন্ধে থেকেই এ নিয়ে গুঞ্জন শুরু হয়। রাতের দিকে জানানো হয়, তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেছেন। জাতীয় সংবাদ মাধ্যমগুলিতেও খবর প্রচারিত হতে থাকে। উস্তাদের ভাইপো দাবি করে আমির অলিয়া নামে এক ব্যক্তি এক্স হ্যান্ডেলে প্রথমে জানান, উস্তাদ জীবিত। ভুল খবর প্রচার করা হচ্ছে। সন্দেহ তৈরি হয় তখনই। এরপর উস্তাদের বোন খুরশিদ জানান, ভুল খবর প্রচার করা হচ্ছে। আমেরিকার সানফ্রান্সিসকোর হাসপাতালে তিনি চিকিৎসাধীন। রক্তচাপ ছাড়াও হৃদযন্ত্রের সমস্যা সহ আর বেশ কিছু জটিলতার চিকিৎসা চলছে। ভেন্টিলেশনে রয়েছেন। তিনি সঙ্কটজনক। তিনি যাতে সুস্থ হয়ে ওঠেন, তার জন্য অনুরাগীদের প্রার্থনা করতে অনুরোধ করেন। উস্তাদের বন্ধু বাঁশিবাদক রাকেশ চৌরাসিয়া প্রথম এই অসুস্থতার খবর দেন। গভীর রাতে সংবাদ সংস্থা পিটিআইকে উদ্ধৃত করে এনডিটিভি জানায়, জাকির হুসেন সঙ্কটজনক, কিন্তু বাঁচার লড়াই চলছে। গোটা ভারত এবং বিশ্বজুড়ে অনুরাগীরা উস্তাদের দ্রুত আরোগ্য কামনা করেছেন।
আরও পড়ুন: কাঁথি সমবায় ব্যাঙ্কের ভোটে তৃণমূল কংগ্রেসের বিরাট জয়