প্রয়াত জাকির হুসেন, শোকবার্তা আমজাদ আলি খান থেকে বিক্রম ঘোষের

অমর রয়ে যাবে জাকির হোসেন ও শরদ সম্রাট আমজাদ আলি খানের যুগলবন্দি। তবু জাকিরের আকস্মিক প্রয়াণ ভেঙে পড়েছেন আমজাদ।

Must read

উস্তাদ জাকির হোসেনের (Zakir Hussain) প্রয়াণে গভীর শোক ভারতের সঙ্গীত মহল থেকে শিল্পমহলে। একদিকে যখন হৃদয় বিদারী শোক প্রকাশ শিল্পীমহলের তখন শোকবার্তা প্রকাশ ভারতের মার্কিন দূতাবাসেরও।

আরও পড়ুন-দেশের সেরা গ্লোবাল ট্রেডিং হাব হবে বাংলা, ৬ নীতি প্রণয়নে উদ্যোগ নিলেন মুখ্যমন্ত্রী

অমর রয়ে যাবে জাকির হোসেন ও শরদ সম্রাট আমজাদ আলি খানের যুগলবন্দি। তবু জাকিরের আকস্মিক প্রয়াণ ভেঙে পড়েছেন আমজাদ। সোশ্যাল মিডিয়ায় জানালেন বিশ্বের প্রিয় তবলা বাদকের প্রয়াণে নিজের বাকরুদ্ধ হয়ে পড়ার কথা।

কয়েক দশক আগে একসঙ্গে সঙ্গীত পরিবেশনের স্মৃতি মনে করে আক্ষেপ সুরকার এ আর রহমানের। সোশ্যাল মিডিয়ায় বক্তব্য প্রকাশ করতে গিয়ে জাকিরের সঙ্গে আরও একবার বাজানোর পরিকল্পনা শেষ হয়ে যাওয়ার আক্ষেপ করেন তিনি।

আরও পড়ুন-মেলেনি প্রমাণ, আন্দোলনের চাপেই গ্রেফতার, দাবি সাংসদ কল্যাণের

বাংলাতেও শোকের ছায়া জাকিরের প্রয়াণে। সঙ্গীত শিল্পী হৈমন্তী শুক্লা জানান তবলা উস্তাদের প্রয়াণ তাঁর জন্য পারিবারিক বিয়োগ। ভ্রাতৃসম জাকিরের প্রয়াণ তাঁর কাছে অবিশ্বাস্য জানান শিল্পী। শোকপ্রকাশ করেন সুরকার দেবজ্যোতি মিশ্রর। তবে তাঁর তবলার বোল তাঁকে স্মরণীয় করে রাখবে বলে জানান শিল্পী। অন্যদিকে বাংলার তবলাশিল্পী বিক্রম ঘোষ জাকিরের প্রয়াণকে সূর্য হারানোর সঙ্গে তুলনা করেছেন।

সঙ্গীত জগতের পাশাপাশি শোক অন্যান্য মহলেরও। পদ্মবিভূষণ জাকিরের প্রয়াণে শোকপ্রকাশ করেন শচীন তেন্ডুলকরও। জাকিরের হাসি মুখ ও বিনয়ী মনোভাব স্মরণ শচীনের।

Latest article