সংবাদদাতা, বর্ধমান : ‘সিবিআইয়ের (CBI) পারফরম্যান্স মাত্র ২ শতাংশ। আরজি কর নিয়ে সিবিআই তদন্তের দাবিতে যাঁরা লড়াই করেছিলেন তাঁরাই এখন সিবিআইয়ের বিরুদ্ধে কথা বলছেন। এখনও সিবিআই চার্জশিট জমা দিতে পারলে না বলে জামিন পেয়ে যাচ্ছে অথচ আরজি করের পর দুটি ঘটনায় রাজ্য পুলিশ তদন্ত করে রিপোর্ট দিয়েছে, দোষীদের শাস্তিও হয়ে গিয়েছে। আসলে সিবিআই হল তোতাপাখি।’ রবিবার বর্ধমান বিশ্ববিদ্যালয়ের কর্মচারী সমিতির উদ্যোগে রক্তদান শিবিরের উদ্বোধন করতে এসে বললেন কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়।
আরও পড়ুন-নারীশক্তি উত্তরণের পথে, বাংলার ৬২ শতাংশ ক্ষুদ্রশিল্পের চালিকাশক্তি মহিলারা
বলেন, গোটা ভারতে অন্য রাজ্যের মধ্যে পশ্চিমবঙ্গ একমাত্র রাজ্য যে সমস্ত ক্ষেত্রেই ১ নম্বরে থাকে। মুখ্যমন্ত্রী যা বলেন তা ভুল নয়। সাধারণ মানুষ ওই ভাষাই বোঝেন এবং তাঁরা অন্তর থেকে মমতা বন্দোপাধ্যায়কে ভালবাসেন। উল্লেখ্য, এদিন বর্ধমান বিশ্ববিদ্যালয় কর্মচারী সমিতির উদ্যোগে ২০০ জন রক্তদান করেন। সমিতির সাধারণ সম্পাদক শ্যামাদাস বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ২০১১ সাল থেকে তাঁরা এই সমিতি প্রতিষ্ঠা দিনকে সামনে রেখে এই রক্তদান শিবিরের আয়োজন করে আসছেন। শিবিরে এসে রীতিমতো আবেগে ভাসলেন প্রাণিসম্পদ বিকাশ মন্ত্রী স্বপন দেবনাথ। জানালেন, তিনি এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র। থাকতেন হষ্টেলে। তাঁদের সময়ে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের গোলাপবাগ চত্বরে লাল মোরামের ওপর দিয়ে হেঁটে যাওয়ার সেইদিন আজ আর নেই। এখন কংক্রিটের রাস্তা। হয়তে প্রয়োজন হয়ে পড়েছে তাই কংক্রিটের করা হয়েছে। কিন্তু তাঁর এটা ভাল লাগে না।