সপ্তাহ শেষে বৃষ্টি, বাড়বে তাপমাত্রা

Must read

প্রতিবেদন : শৈত্য প্রবাহের সতর্কতা জারি করেছিল আলিপুর আবহাওয়া দফতর। এবার সপ্তাহান্তে বৃষ্টির (Rain) পূর্বাভাস দিল হাওয়া অফিস। শুক্রবার ও শনিবার মেঘলা আকাশ ও বৃষ্টির পূর্বাভাস। দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এই জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা। উত্তরেও হালকা বৃষ্টির সম্ভাবনা সপ্তাহের শেষে। দার্জিলিং ও কালিম্পং পার্বত্য এলাকাতে হালকা বৃষ্টি হতে পারে। তবে গোটা রাজ্য জুড়েই ঘন কুয়াশার সতর্কবার্তা জারি রয়েছে। আজ ঘন কুয়াশা থাকবে দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলাতে। বুধবার ঘন কুয়াশার সতর্কবার্তা দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলাতে। ঘন কুয়াশার জেরে দৃশ্যমানতা কমবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই। এদিকে পূর্বাভাস মতই আগামী দুদিন দুই থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়বে উত্তর এবং দক্ষিণ বঙ্গের প্রায় সব জেলাতে। বুধবার থেকে আংশিক মেঘলা আকাশ। শনিবার পর্যন্ত তাপমাত্রা অপরিবর্তিত থাকবে।

আরও পড়ুন- মুখ্যমন্ত্রীর প্রশংসায় সেনা, বাংলাদেশ নিয়ে সিদ্ধান্ত নেবে কেন্দ্র ও বাহিনী

Latest article