সংবাদদাতা, বারাকপুর : প্রতিশ্রুতি পূরণে বদ্ধপরিকর বারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক (Partha Bhowmick)। নির্বাচনী প্রচারের প্রতিশ্রুতি দিয়েছিলেন উন্নয়নের মোড়কে মুড়ে দেবেন বারাকপুরকে। সেই লক্ষ্যেই সোমবার বারাকপুর পুরসভায় বৈঠকে বসেছিলেন সাংসদ। বৈঠকে উপস্থিত ছিলেন পুরপ্রধান উত্তম দাস-সহ কাউন্সিলররা। বৈঠকে উন্নয়নের পাশাপাশি দলীয় সংগঠনকে মজবুত করতেও একাধিক নির্দেশ দেন পার্থ ভৌমিক। বৈঠকে তিনি কেন্দ্রের বঞ্চনার কথা তুলে ধরে বলেন, কেন্দ্র আমাদের প্রাপ্য টাকা দেওয়া বন্ধ করেছে। তাসত্ত্বেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার উন্নয়নের ধারা বজায় রেখেছে। সেই ধারা যেন বারাকপুরেও বজায় থাকে। এতদিন যে কাজ হয়েছে এদিন তার খোঁজ নেওয়ার পাশাপাশি আগামীদিনে কী কী কাজ করতে হবে তারও তালিকা তৈরি করতে বলেন।
আরও পড়ুন- মুখ্যমন্ত্রীর প্রশংসায় সেনা, বাংলাদেশ নিয়ে সিদ্ধান্ত নেবে কেন্দ্র ও বাহিনী
একই সঙ্গে তিনি দলীয় সংগঠনেও জোর দেন। বলেন, বুথ কমিটি তৈরি করতে হবে। কাজ শেষ হলে তাদের নিয়ে কর্মী সম্মেলন করা হবে। পার্থ ভৌমিকের দাবি ২০২৬-এর আগে দলীয় সংগঠনের কোনও ফাঁক রাখা যাবে না। বারাকপুরের পুরপ্রধান উত্তম দাস বলেন, সাংসদ পুরনো কাজের যেমন খোঁজ নেন তেমনি মানুষের চাহিদামতো নতুন কী কী কাজ করা দরকার সেই তালিকা তৈরি করতে বলেছেন। সেক্ষেত্রে মানুষের সুবিধার্থে বারাকপুরের রাস্তাঘাটের সংস্কারের বিষয়ে জোর দেওয়া হবে।
বারাকপুরের সাংসদ হলেও সংগঠন মজবুত করতে আসরে নেমেছিলেন পার্থ ভৌমিক (Partha Bhowmick)। ইতিমধ্যে প্রত্যেক মাসের শেষ শনিবার আমডাঙা পঞ্চায়েত সমিতিতে রিভিউ মিটিং করছেন তিনি। ভাটপাড়া কেন্দ্রের পাড়ায় পাড়ায় বসছেন সাংসদ। আগামী ১ জানুয়ারি ভাটপাড়ায় রয়েছে তাঁর ‘মানুষের মুখোমুখি’ কর্মসূচি। শুধু ভাটপাড়া নয়, আমডাঙা, বারাকপুরের প্রতিটি পুরসভা, পঞ্চায়েতে গিয়ে উন্নয়ন ও দলীয় সংগঠন মজবুত করার কাজের তদারকি করছেন বারাকপুরের সাংসদ। পার্থ ভৌমিকের সঙ্গে মানুষের সংযোগ যত বাড়ছে ততই রাজনীতিতে কোণঠাসা হয়ে পড়ছে বিজেপি ও প্রাক্তন সাংসদ অর্জুন সিং। রাজনীতিক ভাবে কার্যত ক্রমশই অপ্রাসঙ্গিক হয়ে পড়ছে তারা।