প্রতিবেদন : বিচারের নামে ফের বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে চিকিৎসক সংগঠন জয়েন্ট প্লাটফর্ম অফ ডক্টর্স। আবারও আন্দোলনের জন্য তারা বেছে নিচ্ছে সেই ধর্মতলাকে। এখানেই প্রশ্ন তুলেছে জয়েন্ট ডক্টর্স অ্যাসোসিয়েশন। কেন ধর্মতলায় ধরনা। সিবিআই গাফিলতি করেছে, চার্জশিট দিতে পারেনি। তাহলে কেন সিবিআই অফিসের সামনে ধরনা, আন্দোলন করা হচ্ছে না? মানুষের অসুবিধা করে ধর্মতলার মতো জনবহুল জায়গাকে বেছে নেওয়া হচ্ছে।
আরও পড়ুন- নজরে বারাকপুরের সংগঠন ও উন্নয়ন, নির্দেশ জারি সাংসদের
প্রমাণের অভাবে জামিন পেয়েছেন সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডল। প্রতিবাদে ডোরিনা ক্রসিংয়ে ধর্নায় বসতে চায় জয়েন্ট প্লাটফর্ম অফ ডক্টর্স। ফের এই ধরনার নাটক নিয়ে ডাক্তারদের সংগঠনকে তীব্র কটাক্ষ করলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। তিনি বলেন, অতিরিক্ত টাকা থাকলে এমন শীতকালীন পিকনিক করতে ইচ্ছে হয়। ওদের কাছে বিপুল টাকা আছে, তাই শীতকালে গেট টুগেদার, পিকনিক করছে চিকিৎসকদের একাংশ। শিয়ালদহ আদালতে আরজি কর ঘটনার বিচার চলছে, তার অর্ধেক প্রায় শেষ। রোজ শুনানি চলছে। সাক্ষ্য গ্রহণ চলছে। সুপ্রিম কোর্ট গোটা বিষয়টা পর্যবেক্ষণ করছে। যত পক্ষ আছে তাদের আইনজীবীরা যা যা বলার সব বলেছে। সুপ্রিম কোর্ট বলছে বিচার প্রক্রিয়া একেবারে ঠিকঠাক চলছে। আর কিছুলোক বলছে কলকাতা পুলিশ মানি না, শিয়ালদহ কোর্ট মানি না। সিবিআইকে নিমন্তন্ন করে ডেকে নিয়ে এল ওরাই, এখন বলছে তাদেরকেও মানি না। হুজুগে নাচছে। সরকারি জায়গায় কর্মবিরতি করে স্বাস্থ্যসাথী দিয়ে প্রাইভেট থেকে প্রচুর টাকা কামিয়েছে, তাই শীতকালে পিকনিক করার পরিকল্পনা এসব। উল্লেখ্য, কলকাতা নগর পাল মনোজ বর্মাকে মেইল করে এই ডাক্তার সংগঠন লেখে, ধর্মতলার ডোরিনা ক্রসিংয়ে ১৭ থেকে ২৬ ডিসেম্বর অস্থায়ী মঞ্চ গড়ে ধর্না দিতে চায়।