কল্যাণ বন্দ্যোপাধ্যায়
পশ্চিমবঙ্গ সরকারের (Bengal Government) অনুমতি ছাড়া কীভাবে রাজ্যের বিভিন্ন জায়গায় আইনশৃঙ্খলা, জনসাধারণের নিরাপত্তা এবং জনগণের অভিমত সংক্রান্ত সমীক্ষার কাজ চালায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনস্থ সংস্থার তরফে দায়িত্বপ্রাপ্ত দুটি বেসরকারি সংস্থা? এই প্রসঙ্গে অবিলম্বে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হোক৷
জল ছাড়ার আগে ড্রেজিং নয় কেন?
মিতালি বাগ
চিনের দুঃখ যেমন হোয়াংহো, তেমনি আরামবাগ লোকসভার দুঃখ হল ডিভিসি৷ ডিভিসি হল ডোবানো, ভাসানো, চোবানো৷ এক রাতে ডিভিসি কয়েক লক্ষ কিউসেক জল ছাড়ায় আরামবাগে লক্ষ লক্ষ লোক ক্ষতিগ্রস্ত হচ্ছেন৷ কেন জল ছাড়ার আগে নদীগুলির ড্রেজিং করা হচ্ছে না?
বাংলার জন্য অন্য নীতি কেন?
সায়নী ঘোষ
গতবারের তুলনায় এই বছরে সরকার কম অর্থ খরচ করেছে৷ সাপ্লিমেন্টারি গ্র্যান্টস-র টাকা জনগণের জন্য খরচ করার কথা৷ সেখানে বাংলার জন্য অন্য নীতি কেন? কেন্দ্রের বুলডোজার নীতিতে আতঙ্কিত সাধারণ মানুষ৷
আরও পড়ুন- যৌন–হরমোন বন্ধ করার ব্যবস্থা হোক, ধর্ষণের সাজা নিয়ে নতুন আবেদন