জল অপচয় রুখতে ৯২৩ সংযোগ বিচ্ছিন্ন

বেআইনিভাবে পানীয় জলের সংযোগ ও অপব্যবহারের অভিযোগে জেলার ১৮টি ব্লক ও পুরসভায় ৯২৩ জনের সংযোগ বিচ্ছিন্ন করল জেলা প্রশাসন।

Must read

প্রতিবেদন : বেআইনিভাবে পানীয় জলের সংযোগ ও অপব্যবহারের অভিযোগে জেলার ১৮টি ব্লক ও পুরসভায় ৯২৩ জনের সংযোগ বিচ্ছিন্ন করল জেলা প্রশাসন। সোমবার চুঁচুড়ায় জেলা প্রশাসনের উদ্যোগে সমন্বয় বৈঠক হয়। ছিলেন জেলাশাসক মুক্তা আর্য, জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধাড়া, কর্মাধ্যক্ষ সুবীর মুখোপাধ্যায়, দেবীপ্রসাদ রক্ষিত প্রমুখ।

আরও পড়ুন-মহাশূন্যে ডাইনির নজর

জলজীবন মিশনের কাজে অসন্তোষ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। তারপরেই ৪৩টি ঠিকাদারকে শোকজ করা হয়েছে কাজ না করার জন্য। বিদ্যুৎ পরিষেবা না থাকায় বহু ক্ষেত্রে পানীয় জল দেওয়া যাচ্ছিল না। তা মেটাতে ৫৯টি স্থানে বিদ্যুৎ সরবরাহ করেছে। জলের সংযোগ দিতে গিয়ে অনেক রাস্তাঘাট ভেঙে ছিল। পিএইচই প্রায় ৫৬ কিমি রাস্তা তৈরি করেছে পঞ্চায়েত, পুরসভা ও জেলা পরিষদের সহায়তায়।

Latest article