চিন্ময়কৃষ্ণের জামিন, এপার বাংলায় এসে সরব আইনজীবী

প্রাণনাশের হুমকিকে থোড়াই কেয়ার। কলকাতায় পা দিয়েই বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে গর্জে উঠলেন চিন্ময়কৃষ্ণের আইনজীবী রবীন্দ্র ঘোষ।

Must read

প্রতিবেদন : প্রাণনাশের হুমকিকে থোড়াই কেয়ার। কলকাতায় পা দিয়েই বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে গর্জে উঠলেন চিন্ময়কৃষ্ণের আইনজীবী রবীন্দ্র ঘোষ। তিনি স্পষ্ট জানালেন, মরতে ভয় পাই না। জীবনের ঝুঁকি থাকলেও ২ জানুয়ারি চট্টগ্রাম আদালতে চিন্ময়কৃষ্ণ দাসের হয়ে সওয়াল করব। কারণ আমি শুধু আইনজীবীই নই, আমি একজন মানবাধিকার কর্মীও। চিন্ময়কৃষ্ণের আইনজীবী বলেন, ছেলের চিকিৎসার জন্য বাংলাদেশ থেকে বারাকপুরে এসেছি। পালিয়ে ভারতে আসিনি।

আরও পড়ুন-জল অপচয় রুখতে ৯২৩ সংযোগ বিচ্ছিন্ন

২ জানুয়ারি যথা সময়ে হাজির হয়ে যাব আদালতে। চট্টগ্রাম আদালত চত্বরে সংঘর্ষে এক সরকারি আইনজীবীর মৃত্যু নিয়ে রবীন্দ্র ঘোষ বলেন, বিচার না করেই বলা হচ্ছে আইনজীবীর মৃত্যু কার আঘাতে। ৭১ জন হিন্দু আইনজীবীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। তাঁর আরও সংযোজন, প্রতিনিয়ত হুমকির মুখোমুখি হতে হচ্ছে। চিন্ময়কৃষ্ণের সঙ্গে কথা পর্যন্ত বলতে দেওয়া হচ্ছে না। মানুষ চিন্ময়কৃষ্ণকে ভালোবাসতেন, তা অনেকের সহ্য হচ্ছে না। তাই শুনানি পিছিয়ে দেওয়া হচ্ছে। তবে আমি পিছু হটব না, চিন্ময়কৃষ্ণের হয়ে সওয়াল করব। এই দেশ স্বাধীন করেছি আমরা। শাসক আসবে যাবে। আমাদের লড়াই চলবে।

Latest article