প্রয়াত দেশের ‘এনসাইক্লোপেডিয়া অফ প্ল্যান্ট’, কয়েক লক্ষ গাছ লাগিয়ে কেড়েছিলেন নজর

Must read

প্রয়াত দেশের ‘বৃক্ষমাতা’। পদ্মশ্রী পুরষ্কার প্রাপ্ত তুলসী গৌড়া (Tulsi Gowda) কর্ণাটকের হোন্নালি গ্রামে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। হালাক্কি আদিবাসী সম্প্রদায়ভুক্ত তুলসী গৌড়া দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর। সোমবার তাঁর প্রয়াণে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী।

পরিবেশ সংরক্ষণের কাজে তুলসী গৌড়া ৬০ বছরের বেশি সময় ধরে লক্ষ লক্ষ গাছ লাগিয়ে বিশ্বের নজর কেড়েছেন। তবে শুধু গাছ লাগানোই নয় সেগুলির নিয়মিত পরিচর্যাও করতেন তিনি। বিভিন্ন গাছ সম্পর্কে তাঁর এতটাই জ্ঞান ছিল যে তাঁকে ‘এনসাইক্লোপেডিয়া অফ প্ল্যান্ট’ বলা হত।

আরও পড়ুন- এ কী হাল! ডিজিটাল ইন্ডিয়ার মাত্র ২৪ শতাংশ স্কুলে ইন্টারনেট, পিছিয়ে বিজেপি-রাজ্যগুলি

বনদফতরের নার্সারিতে দৈনিক মজুরিতে তুলসী (Tulsi Gowda) কাজ শুরু করেন এবং পরে তিনি পরিবেশ রক্ষার প্রতীক হয়ে ওঠেন। পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণে জন্য ২০২১ সালে দেশের সর্বোচ্চ নাগরিক সম্মান ‘পদ্মশ্রী’ পুরষ্কার পেয়েছিলেন তিনি। ধারওয়াড় কৃষি বিশ্ববিদ্যালয় পরিবেশ রক্ষার কাজের স্বীকৃতি হিসেবে তাঁকে সাম্মানিক ডক্টরেট ডিগ্রি প্রদান করে। শুধু তাই নয়, ‘ইন্দিয়া প্রিয়দর্শিনী বৃক্ষমিত্র’-সহ আরও অনেক সম্মান জানানো হয় তাঁকে।

Latest article