সৌম্য সিংহ : কলকাতা পুরসভার নির্বাচনে তৃণমূল কংগ্রেসের নতুন প্রার্থীরা রীতিমতো উদ্দীপনার ঢেউ তুলছেন মানুষের মনে। সঞ্চার করছেন নতুন আশার। এমনই মত রাজ্যের শিশু এবং সমাজকল্যাণ মন্ত্রী ডাঃ শশী পাঁজার। প্রথম পর্বের নির্বাচনী প্রচারে দলের নতুন মুখদের সঙ্গে অনেকটাই সময় কাটাচ্ছেন তিনি। তাঁর মেয়ে পূজা পাঁজা ৮ নম্বর ওয়ার্ডে দলের প্রার্থী। শশী পাঁজার শ্যামপুকুর বিধানসভা কেন্দ্রের মধ্যেই এই ওয়ার্ড। স্বাভাবিকভাবেই এলাকার বিধায়ক হিসেবেই প্রচারাভিযানে মেয়ের ছায়াসঙ্গী তিনি।
আরও পড়ুন-কুয়াশা যখন… বিপজ্জনক
শুধু পূজা নন, ১০ নম্বর ওয়ার্ডের প্রার্থী সুব্রত বন্দ্যোপাধ্যায় এবং ২১ নম্বর ওয়ার্ডে দলের প্রার্থী মীরা হাজরাও পুরযুদ্ধে নতুন মুখ। তাঁদের পাশেও বিধায়ক তথা মন্ত্রী ব্যয় করছেন অনেকটা সময়। তাঁর অভিজ্ঞতা বলছে, তরুণ প্রার্থীদের আত্মবিশ্বাস রীতিমতো প্রশংসনীয়। নতুন প্রজন্মকে আকৃষ্টও করছেন তাঁরা খুব সহজেই। মানুষের মধ্যে মিশে যাচ্ছেন স্বচ্ছন্দে।
ভোটের লড়াইয়ে তাঁরা নতুন হলেও রাজনীতির ময়দানটা যে তাঁদের অচেনা নয়, তা প্রচারের ধারাতেই স্পষ্ট। কঠোর পরিশ্রমে কোনও দ্বিধা নেই। শিখে নেওয়ার আগ্রহও প্রবল। স্বভাবতই নতুন প্রার্থীরা এই নির্বাচনকে যেমন চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন, ঠিক তেমনই নতুন কলকাতা গড়ে তোলার অঙ্গীকারও করেছেন। জনগণের রায় নিশ্চিতভাবেই তাঁদের প্রত্যাশিত সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যাবে।