প্রতিবেদন : বাংলাদেশে আটকে পড়া ৯৫ জন মৎস্যজীবী আগামী দু-তিন দিনের মধ্যে ঘরে ফিরবেন, জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই রাজ্যে আটকে পড়া বাংলাদেশি মৎস্যজীবীদেরও ছেড়ে দেওয়ার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার নবান্ন সভাঘরে বৈঠকে স্বরাষ্ট্র সচিব নন্দিনী চক্রবর্তীকে পুরো বিষয়টি দেখভালের জন্য দায়িত্ব দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বেশ কিছুদিন আগে মাছ ধরতে গিয়ে বাংলাদেশ জলসীমায় ঢুকে পড়ে এই রাজ্যের তিনটি ট্রলার। আটকে পড়েন মৎস্যজীবীরা। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে এই নিয়ে কথোপকথন চলছিল। অবশেষে ঘরে ফিরতে চলেছেন বাংলার মৎস্যজীবীরা।
আরও পড়ুন- উদ্বোধনে মুখ্যমন্ত্রী, ক্রিসমাস উৎসব শুরু হবে ১৯ ডিসেম্বর