হিমাচলে বেড়াতে গিয়ে মৃত্যু বাংলার যুবকের

Must read

সংবাদদাতা, হুগলি : হিমাচল প্রদেশের (Himachal Pradesh) সিমলায় বেড়াতে গিয়ে অস্বাভাবিক মৃত্যু শ্রীরামপুরের বাসিন্দা অভিজিৎ দত্তের। শ্রীরামপুর পুরসভার কর বিভাগের কর্মী ছিলেন অভিজিৎ। হিমাচল পুলিশের প্রাথমিক ধারণা, পাহাড় থেকে পড়ে গিয়েই মৃত্যু হয়েছে ওই ব্যক্তির। অভিজিৎ শ্রীরামপুরের কালীতলায় মায়ের সঙ্গে একটি ফ্ল্যাটে থাকতেন। কয়েকদিন আগে তিনি একাই হিমাচলে বেড়াতে যান। সোমবার দুপুরে তাঁর মৃত্যুর খবর শ্রীরামপুরে পৌঁছয়। হিমাচল পুলিশ জানিয়েছে, রবিবার চেইল এলাকায় অভিজিৎকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করা হয়। প্রথমে তাঁকে স্থানীয় জুঙ্গা এলাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে তাঁকে সিমলার ইন্দিরা গান্ধী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সোমবার বিকেলে সেখানেই তিনি মারা যান। শ্রীরামপুরের পুরপ্রধান গিরিধারী সাহা হিমাচল প্রদেশের পুলিশের সঙ্গে যোগাযোগ করেন।

আরও পড়ুন- ৩ বছর ধরে বঞ্চনা কেন্দ্রের, আরও ১৬ লক্ষ বাড়ি ছাব্বিশেই

Latest article