প্রতিবেদন : সন্তোষ ট্রফির মূলপর্বে প্রথম দুই ম্যাচ জিতে গ্রুপ শীর্ষে বাংলা। বুধবার হায়দরাবাদে নরহরি শ্রেষ্ঠাদের সামনে রাজস্থান। প্রথম দুই ম্যাচে তাদের সংগ্রহ মাত্র এক পয়েন্ট। তবে রাজস্থান নিয়ে বেশ সতর্ক বাংলা শিবির। মণিপুরের বিরুদ্ধে রাজস্থানের লড়াই দেখে বাংলার কোচের মনে হয়েছে, নিজেদের দিনে যে কোনও দলকে হারানোর ক্ষমতা রাখে তারা। নক আউটে ওঠার লড়াই কোনও প্রতিপক্ষকেই হালকাভাবে নিতে নারাজ বঙ্গ শিবির।
আরও পড়ুন-ইডেনে স্ট্যান্ড, ঝুলন বললেন স্বপ্নেও ভাবিনি
বাংলা-রাজস্থান ম্যাচও ডেকান এরিনায় দুপুর আড়াইটে থেকে। কৃত্রিম ঘাসের মাঠে গরমের মধ্যে দুপুরে ম্যাচ খেলতে হলে সমস্যা থাকেই। সেটা নিয়ে একটু চিন্তায় বাংলা। কোচ সঞ্জয় সেন বলেন, ‘‘এখানে অ্যাস্ট্রোটার্ফে খেলতে হচ্ছে। দুপুরে ম্যাচ হলে মাঠ গরম থাকে। তবে প্রতিকূলতা নিয়ে আমরা ভাবছি না। কারণ, সব দলকেই খেলতে হচ্ছে। রাজস্থান আশানুরূপ ফল না পেলেও আমার কাছে এই গ্রুপের সবচেয়ে কঠিন প্রতিপক্ষ ওরাই। মণিপুরের বিরুদ্ধে দারুণ লড়াই করেছে। রাজস্থানের আক্রমণভাগ বেশ ভাল। আমাদের সতর্ক থাকতে হবে।’’
মঙ্গলবার দুপুরে ম্যাচ টাইমেই স্থানীয় পুলিশ মাঠে অনুশীলন করেন নরহরি, রবি হাঁসদারা। বাংলা দলে চোট সমস্যা নেই। তবু প্রথম একাদশে পরিবর্তন করবেন কি না, বুধবার সকালে ঠিক করবেন কোচ।