তারাপীঠ মন্দিরে চালু নয়া নিয়মে নজরদারি প্রশাসনের

মঙ্গলবার, পয়লা পৌষ থেকে তারাপীঠ মন্দিরে ভক্তদের জন্য একাধিক নিয়ম জারি করল মন্দির কমিটি। এবার থেকে মা তারার গর্ভগৃহে মোবাইল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা জারি হল

Must read

সংবাদদাতা, রামপুরহাট : মঙ্গলবার, পয়লা পৌষ থেকে তারাপীঠ মন্দিরে ভক্তদের জন্য একাধিক নিয়ম জারি করল মন্দির কমিটি। এবার থেকে মা তারার গর্ভগৃহে মোবাইল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা জারি হল। পাশাপাশি গর্ভগৃহের ভেতরে তারা মায়ের চরণে গোলাপজল বা নারকেল ফাটিয়ে তার জল দেওয়া যাবে না। ভক্তদের পুজোর সামগ্রী সেবাইদের হাতে তুলে দিতে হবে এবং সেবাইতরা সেই পুজোর থালি মায়ের চরণে ছুঁইয়ে তা ফের ভক্তদের হাতে তুলে দেবেন। মন্দির কমিটির সভাপতি তারাময় মুখোপাধ্যায় জানান, যে নিয়মগুলি আজ শুরু হল সেগুলি আগেই ছিল, কিন্তু মঙ্গলবার থেকে আরও কড়া নজরদারি করা হবে এর উপর।

আরও পড়ুন-শিল্পশহর হলদিয়ায় পর্যটন শিল্পের বিকাশে বড় পদক্ষেপ করছে পুরসভা

দীর্ঘদিন ধরে তারাপীঠ মন্দিরে আসা ভক্তদের দাবি ছিল যে পুজো দেওয়ার জন্য বহুক্ষণ লাইনে দাঁড়াতে হয়, তাই তাঁদের সুরাহা দিতেই নিয়মের কিছুটা বদল হয়েছে। নিয়মশৃঙ্খলা বজায় রাখতে মন্দিরের সেবাইত, মন্দির কমিটির সভাপতি, তারাপীঠ উন্নয়ন পর্ষদের সঙ্গে বৈঠক করেন বীরভূমের জেলাশাসক বিধান রায়। সেই বৈঠক থেকেই একাধিক সিদ্ধান্ত গৃহীত হয়। তিনি জানান, গর্ভগৃহে প্রবেশ করার পর এবার থেকে ভক্তরা মায়ের মূর্তিকে জড়িয়ে ধরতে পারবেন না। মন্দিরের দরজা নির্দিষ্ট সময় খুলতে ও বন্ধ করতে হবে। মন্দিরে নির্দিষ্ট সময়ে ভোগ নিবেদন বাধ্যতামূলক হয়েছে। পুজো দেওয়ার দুটি লাইন থাকবে। প্রথমে সাধারণ লাইন খুলে দেওয়া হবে। তারপরে বিশেষ লাইন চালু হবে। সমস্ত কিছু করা হয়েছে দূরদূরান্ত থেকে আসা ভক্ত এবং পর্যটকদের সুষ্ঠুভাবে পুজো দেওয়ার জন্য। রামপুরহাট বিধানসভার বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায় বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তারাপীঠকে আন্তর্জাতিক মানের মহাপীঠস্থান হিসেবে তুলে ধরেছেন। তাই প্রত্যেক ভক্ত এবং পর্যটক তারাপীঠ দর্শনে এলে তাঁদের যাতে কোনও সমস্যায় না পড়তে হয় সেটা অত্যন্ত গুরুত্ব সহকারে দেখার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। আমরা মুখ্যমন্ত্রীর নির্দেশমতোই পদক্ষেপ করেছি।

Latest article