আসানসোলে জমি-মাফিয়াদের তাণ্ডব জেলাশাসককে চিঠি খোদ আইনমন্ত্রীর

আসানসোলে জমি মাফিয়াদের তাণ্ডবের জেরে অতিষ্ঠ হয়ে এলাকায় শান্তি ফেরাতে জেলাশাসককে চিঠি দিলেন খোদ আইনমন্ত্রী।

Must read

প্রতিবেদন : আসানসোলে (Asansol) জমি মাফিয়াদের তাণ্ডবের জেরে অতিষ্ঠ হয়ে এলাকায় শান্তি ফেরাতে জেলাশাসককে চিঠি দিলেন খোদ আইনমন্ত্রী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জমি-মাফিয়াদের কড়া হুঁশিয়ারি দিয়েছেন। তার পরেও আসানসোলে হিরাপুর থানার অন্তর্গত আপার হিলভিউ এলাকায় একটি জমির মালিকানা নিয়ে ধুন্ধুমার কাণ্ড। তাতেই অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে জেলাশাসককে চিঠি দিলেন খোদ আইনমন্ত্রী তথা আসানসোল উত্তরের বিধায়ক মলয় ঘটক। বৈঠক করে তিনি এলাকাবাসীকে আশ্বস্তও করেছেন। বলেছেন, কোনও দোষী ছাড়া পাবে না। আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন-তারাপীঠ মন্দিরে চালু নয়া নিয়মে নজরদারি প্রশাসনের

সম্প্রতি প্রকাশ্যে আসা এক সিসিটিভি ফুটেজে (জাগোবাংলা তা যাচাই করেনি) দেখা গিয়েছে, হিলভিউ এলাকায় প্রায় ৪০-৫০ জন এক ব্যক্তির বাড়ি ঘিরে রেখেছে। কয়েকজনকে মারধরও করেছে। তাদের হাতে আগ্নেয়াস্ত্র। ঘটনাটি জানার পরেই এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মলয়। জানা গিয়েছে, আপার হিলভিউ এলাকায় একটি ফাঁকা জমিতে কাজ শুরু হতেই একদল দুষ্কৃতী লাঠি, রড নিয়ে হামলা চালায়। উদ্দেশ্য ছিল জমিটি কেড়ে নেওয়া। পুরো ঘটনাটির ভিডিও ভাইরাল হয়ে যায়। ওই জমি নিজেদের বলে দাবি করতে থাকে দুষ্কৃতীরা। এই অবসরে তাঁর কাছে জমির দলিল রয়েছে বলে দাবি করেন আরও একজন। গোলমালের জেরে আতঙ্কিত এলাকাবাসী একজোটে হিরাপুর থানায় অভিযোগ করেন। পাশাপাশি বিধায়ক তথা আইনমন্ত্রীর দ্বারস্থ হন। তাতেই মলয় চিঠি দিয়েছেন জেলাশাসককে।

Latest article