হাওড়ায় এবার দুয়ারে পুরসভা

এবার দুয়ারে হাওড়া পুরসভা। শহরবাসীকে আরও দ্রুত এবং উন্নত পুর-পরিষেবা দিতে পুরকর্তারা বিভিন্ন এলাকায় গিয়ে বসছেন।

Must read

সংবাদদাতা, হাওড়া: এবার দুয়ারে হাওড়া পুরসভা। শহরবাসীকে আরও দ্রুত এবং উন্নত পুর-পরিষেবা দিতে পুরকর্তারা বিভিন্ন এলাকায় গিয়ে বসছেন। সেখানে সাধারণ মানুষের সঙ্গে কথা বলে তাঁদের সমস্যা দ্রুত সমাধানের যথ বাতলে দিচ্ছেন পুরকর্তারা। সেরকমই হাওড়া পুরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চৌধুরি ৪৫ নম্বর ওয়ার্ডের বিমলা ভবনে প্রতি সোমবার সাধারণ মানুষের সঙ্গে সাক্ষাৎ করে তাঁদের অভাব অভিযোগ শুনছেন।

আরও পড়ুন-খুন-ধর্ষণে রেকর্ড সময়ে চার্জশিট, এসপিকে সংবর্ধনা ফরাক্কাবাসীর

রাস্তা, পানীয় জল, পথবাতি, নিকাশি সংক্রান্ত কোনও সমস্যার কথা পুরবাসীরা জানালে সেখান থেকেই প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছেন তিনি। সেরকমই পুর প্রশাসকরা সপ্তাহে নির্দিষ্ট কিছু দিনে বিভিন্ন এলাকায় বসে সাধারণ মানুষের অভাব-অভিযোগ শুনে সেগুলি সমাধানের ব্যবস্থা করছেন। ভাইস চেয়ারম্যান সৈকত চৌধুরি জানান, ‍‘‘হাওড়া শহরে পুর পরিষেবার মান আরও উন্নত করতেই আমাদের এই পদক্ষেপ। পুরসভায় না এসে শহরবাসী নির্দিষ্ট দিনে নিজেদের এলাকাতে আমাদের কাছে কোনও সমস্যার কথা জানাতে তৎক্ষণাৎ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। মানুষের দুয়ারে পুর পরিষেবা পৌঁছে দিতে বদ্ধপরিকর আমরা।’’

Latest article