বিষয় সংবিধান, রাজ্যসভায় মোদি সরকারকে চ্যালেঞ্জ তৃণমূলের

মঙ্গলবার রাজ্যসভায় সংবিধানের ৭৫ বছর পূর্তি বিষয়ক আলোচনায় অংশ নিয়ে মোদি সরকারের অসাংবিধানিক পদক্ষেপের বিরুদ্ধে তোপ দেগেছেন ডেরেক ও’ব্রায়েন

Must read

প্রতিবেদন: বাংলায় আসুন— দেখে যান, শিখে যান, কীভাবে ধর্মনিরপেক্ষতার ধ্বজা বহন করে পথ চলা যায়। মোদি সরকারকে চ্যালেঞ্জ ছুঁড়লেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েন৷ একইসঙ্গে তাঁর দাবি, সংসদকে কোনওভাবেই আরএসএস-র শাখায় পরিণত করতে দেবে না তৃণমূল কংগ্রেস৷ ক্রিসমাসের আগে কলকাতার বিখ্যাত কেক প্রস্তুতকারক সংস্থার উদাহরণ তুলে ধরে ডেরেকের দাবি, এই বেকারির বাইরে লম্বা লাইন পড়ে কেক কেনার জন্য৷ যাঁরা কেক কেনেন, তাঁদের মধ্যে সব ধর্মের প্রতিনিধি থাকেন৷ যাঁরা কেক তৈরি করেন, তাঁরা কিন্তু সবাই মুসলিম৷ আগামী ৩০ এপ্রিল বাংলায় আসুন, দেখে যান জগন্নাথ মন্দিরের উদ্বোধন৷

আরও পড়ুন-হাওড়ায় এবার দুয়ারে পুরসভা

উল্লেখ্য, মঙ্গলবার রাজ্যসভায় সংবিধানের ৭৫ বছর পূর্তি বিষয়ক আলোচনায় অংশ নিয়ে মোদি সরকারের অসাংবিধানিক পদক্ষেপের বিরুদ্ধে তোপ দেগেছেন ডেরেক ও’ব্রায়েন- সহ তৃণমূল কংগ্রেসের সাংসদরা৷ এই প্রসঙ্গেই বিজেপি এবং মোদি সরকারকে তীব্র নিশানা করেছেন ডেরেক৷ তাঁর দাবি, সংবিধান লাইব্রেরিতে সাজিয়ে রাখার মতো বইয়ের থেকে অনেক বড় বিষয়৷ দেশের রাস্তায় রাস্তায় জীবন্ত, নিঃশ্বাস নেওয়া একটি নথি হল সংবিধান৷ আমি আপনাদের দেশের রাস্তায় নিয়ে যেতে চাই৷ মমতা বন্দ্যোপাধ্যায়, ৩৮ শতাংশ মহিলা সাংসদদের সংসদে এনেছেন৷ আমাদেরকে বলবেন না কীভাবে মহিলাদের ক্ষমতায়ন করতে হয়৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্মীর ভাণ্ডার গোটা দেশে আজ আদর্শ স্বরূপ, বহু রাজ্য আজ এটাকে কপি করছে৷ আপনাদের অহঙ্কার দেখুন, সংবিধান নিয়ে আলোচনা চলছে সংসদে, সেই সময়ে দুপুর ১২টায় আপনারা অসাংবিধানিক বিল নিয়ে আসছেন৷
এই সরকার একটি রাজ্যে এক দফায় ভোট করতে পারেন না, তারা কীভাবে সারা দেশে একযোগে ভোট করবে৷

Latest article