প্রতিবেদন : কলকাতার বুকে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন তথ্যপ্রযুক্তি সংস্থা ইনফোসিস (Infosys) তাদের নতুন ভবন গড়ে তুলেছে৷ আজ, বুধবার তারই উদ্বোধন করবেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ বাংলায় নয়া শিল্পের সংযোজনের পাশাপাশি নতুন ক্যাম্পাসে প্রচুর কর্মসংস্থানের সুযোগ হবে৷ মা–মাটি–মানুষের সরকার দায়িত্ব নেওয়ার পরপরই নিউটাউনের অ্যাকশন এরিয়া ৩–এর একেবারে শেষ প্রান্তে ভাঙড়-২ ব্লকের হাতিশালা মৌজাতে ইনফোসিসকে ৫০ একর জমি প্রদান করা হয়।
আরও পড়ুন-ক্রোন ও কোলাইটিস প্রতিরোধে
সেই জায়গায় তৈরি হয়েছে নয়ন জুড়ানো ইনফোসিসের ক্যাম্পাস৷ ক্যাম্পাসে প্রবেশের মুখে জলজল করছে বাংলা হরফে লেখা ‘ইনফোসিস’৷ আন্তর্জাতিক সংস্থা হলেও বাংলায় লেখা ‘ইনফোসিস’ দেখে আপ্লুপ হবেন বাঙালিরা৷ উদ্বোধনী অনুষ্ঠানকে ঘিরে উন্মাদনা ভাঙড় এলাকায়৷ ক্যাম্পাসের ভিতরে অনুষ্ঠান মঞ্চ থেকে রাস্তার দুইপাশে ব্যারিকেড করে দেওয়া হয়েছে। নিরাপত্তারক্ষীরা একাধিকবার এলাকা পরিদর্শন করে যাবতীয় নিরাপত্তা বেষ্টনি খতিয়ে দেখেন। সুবিশাল ঝকঝকে ইনফোসিসের ক্যাম্পাস সেজেগুজে প্রস্তুত আনুষ্ঠানিক উদ্বোধনের অপেক্ষায়।