ইনফোসিসের নয়া ক্যাম্পাসের আজ উদ্বোধনে মুখ্যমন্ত্রী

সেই জায়গায় তৈরি হয়েছে নয়ন জুড়ানো ইনফোসিসের ক্যাম্পাস৷ ক্যাম্পাসে প্রবেশের মুখে জলজল করছে বাংলা হরফে লেখা ‘ইনফোসিস’৷

Must read

প্রতিবেদন : কলকাতার বুকে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন তথ্যপ্রযুক্তি সংস্থা ইনফোসিস (Infosys) তাদের নতুন ভবন গড়ে তুলেছে৷ আজ, বুধবার তারই উদ্বোধন করবেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ বাংলায় নয়া শিল্পের সংযোজনের পাশাপাশি নতুন ক্যাম্পাসে প্রচুর কর্মসংস্থানের সুযোগ হবে৷ মা–মাটি–মানুষের সরকার দায়িত্ব নেওয়ার পরপরই নিউটাউনের অ্যাকশন এরিয়া ৩–এর একেবারে শেষ প্রান্তে ভাঙড়-২ ব্লকের হাতিশালা মৌজাতে ইনফোসিসকে ৫০ একর জমি প্রদান করা হয়।

আরও পড়ুন-ক্রোন ও কোলাইটিস প্রতিরোধে

সেই জায়গায় তৈরি হয়েছে নয়ন জুড়ানো ইনফোসিসের ক্যাম্পাস৷ ক্যাম্পাসে প্রবেশের মুখে জলজল করছে বাংলা হরফে লেখা ‘ইনফোসিস’৷ আন্তর্জাতিক সংস্থা হলেও বাংলায় লেখা ‘ইনফোসিস’ দেখে আপ্লুপ হবেন বাঙালিরা৷ উদ্বোধনী অনুষ্ঠানকে ঘিরে উন্মাদনা ভাঙড় এলাকায়৷ ক্যাম্পাসের ভিতরে অনুষ্ঠান মঞ্চ থেকে রাস্তার দুইপাশে ব্যারিকেড করে দেওয়া হয়েছে। নিরাপত্তারক্ষীরা একাধিকবার এলাকা পরিদর্শন করে যাবতীয় নিরাপত্তা বেষ্টনি খতিয়ে দেখেন। সুবিশাল ঝকঝকে ইনফোসিসের ক্যাম্পাস সেজেগুজে প্রস্তুত আনুষ্ঠানিক উদ্বোধনের অপেক্ষায়।

Latest article