‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কবিতাবিতান থেকে একেকদিন এক-একটি কবিতা নির্বাচন করে ছাপা হবে দিনের কবিতা। সমকালীন দিনে যার জন্ম, চিরদিনের জন্য যার যাত্রা, তা-ই আমাদের দিনের কবিতা।
আমার দেশ
সময় আগত প্রায়
যাও বীর, প্রাণ বাজি রাখো রণে
তোমার প্রত্যাশায় রণক্ষেত্র
উদ্বেগ আকুলকণ্ঠে অপেক্ষারত
ত্যাজি দাও এ উদ্বেগ দুর্দশা।
চেয়ে দেখো, উষার প্রভাবে
পৃথিবী আলোকিত! আলোকিত
শস্যশ্যামল প্রান্তর
আলোকিত তোমার রণক্ষেত্র;
এ সংগ্রাম তোমার একার সংগ্রাম নয়
এ সংগ্রাম দেশবাসীর সংগ্রাম
এ সংগ্রাম সমগ্র প্রত্যাশিত
জনগণের সংগ্রাম।
যাও বীর, সময় অস্তাগত
প্রাণে ধরো বল
ধরো নব আশা
উদ্যমে মাতিয়ে দাও পরাণ
সম্মুখে অনেক কাজ
তুমি কান্ডারি! তুমি দেশনেতা
দেশের ভবিষ্যৎ
এখনো কি ত্যাজিবে জনমত?
ত্যাগ করো তব শঙ্কা, ঘৃণা-লাজ
পরিধান করো রণক্ষেত্রের সাজ
ঘুচাও কলিমা এ পঙ্গু সমাজের
দেখাও আশার আলো
দূর করো মানুষের দুর্দশা।।