জেপিসিতে কল্যাণ-সাকেত

‘এক দেশ এক ভোট’-সংক্রান্ত দুটি বিলের পর্যালোচনা করার জন্য যৌথ সংসদীয় কমিটি বা জেপিসি (JPC) গঠনের কাজ শুরু হল।

Must read

প্রতিবেদন : ‘এক দেশ এক ভোট’-সংক্রান্ত দুটি বিলের পর্যালোচনা করার জন্য যৌথ সংসদীয় কমিটি বা জেপিসি (JPC) গঠনের কাজ শুরু হল। বুধবার সংসদ-বিষয়ক কেন্দ্রীয় মন্ত্রী কিরেণ রিজিজু সমস্ত রাজনৈতিক দলকে চিঠি পাঠিয়ে জানতে চান জেপিসিতে তাঁদের সদস্য কে হবেন৷

আরও পড়ুন-দুর্ঘটনা কেড়ে নিয়েছে ৪ সদস্যকে শোকার্ত পরিবারের পাশে প্রশাসন

এরপরেই সবার আগে তৃণমূল কংগ্রেসের তরফে জানিয়ে দেওয়া হয় লোকসভায় মুখ্য সচেতক কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যসভার সাংসদ সাকেত গোখলেকে তাঁদের তরফে জেপিসিতে পাঠানো হচ্ছে৷ একইরকমভাবে কংগ্রেসের তরফে চার সাংসদের নাম জানানো হয়। তবে সরকারের তরফে এখনও জেপিসি গঠনের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি৷ এই বিজ্ঞপ্তি প্রকাশের পরেই জানা যাবে যৌথ সংসদীয় কমিটির চেয়ারম্যান কে হবেন এবং জেপিসির রিপোর্ট পেশ করতে হবে কবে।

Latest article