সচিব পর্যায়ে রাজ্যে আবার বড় রদবদল

Must read

প্রতিবেদন : রাজ্য প্রশাসনের সচিব পর্যায়ে ফের একগুচ্ছ রদবদল করা হয়েছে। বুধবার কর্মিবর্গ ও প্রশাসনিক সংস্কার দফতর থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এই মর্মে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের যুগ্ম সচিবের দায়িত্ব সামলাবেন ২০১৬ ব্যাচের আইএএস বিবেক কুমার। একইভাবে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের দায়িত্ব দেওয়া হল অভিষেক কুমার তিওয়ারিকে। শশাঙ্ক শেঠিকে আনা হয়েছে হিডকোর দায়িত্বে। পুনঃব্যবহারযোগ্য ও অপ্রচলিত ও শক্তি উৎস বিভাগের সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে ইয়েলুচুরি রত্নাকরা রাওকে। কর্মী ও প্রশাসনিক সংস্কার বিভাগের পাশাপাশি দূষণ নিয়ন্ত্রণ বোর্ড এবং প্রেসিডেন্সি বিভাগের বিভাগীয় কমিশনারের অতিরিক্ত দায়িত্ব সামলাবেন জগদীশপ্রসাদ মীনা। কারা প্রশাসনের বিভাগের সচিবের দায়িত্বে আনা হয়েছে আইপিএস ডাঃ রাজেশ কুমারকে। একই সঙ্গে পরিবেশ দফতরের দায়িত্ব দেওয়া হয়েছে অতিরিক্ত মুখ্য সচিব রোশনি সেনকে।

আরও পড়ুন- সিলিকন ভ্যালিতে লগ্নি ২৭ হাজার কোটি, বহু কর্মসংস্থান

Latest article