ভাঙনে জলের তলায় নিমতলা ঘাটের একাংশ, বৈঠকে মেয়র

গঙ্গার স্রোত কলকাতার দিকের পাড়গুলিতে ধাক্কা দিচ্ছে প্রতিনিয়ত। এর জেরে পাড় ভেঙে যাচ্ছে বেশিরভাগ ক্ষেত্রেই।

Must read

কলকাতার গঙ্গা সংলগ্ন বেশ কয়েকটি এলাকায় ভাঙন দেখা গিয়েছে। মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim) আগেই তিনি জানিয়েছিলেন, এই বিষয়ে শ্যামাপ্রসাদ মুখার্জী ট্রাস্ট বা কলকাতা বন্দর কর্তৃপক্ষের সঙ্গে তিনি উচ্চপর্যায়ের বৈঠক করবেন। বুধবার বৈঠকে বসেন তিনি। এরপরেই ফিরহাদ হাকিম জানান, “কলকাতার কয়েক জায়গায় গঙ্গা ভাঙন হচ্ছে। নিমতলা ঘাটে চাঁই ভেঙে পড়েছে। তাছাড়া মায়ের ঘাটের দিকে মাটি সরে যাচ্ছে। ঘাটগুলো ঝুলছে। পোর্ট ট্রাস্টের সঙ্গে বৈঠক ছিল। ওরা রাজি হয়েছে। খুব তাড়াতাড়ি এই ঘাটগুলোর সংস্কারের কাজ শুরু হবে। পোর্ট ট্রাস্ট আইআইটি খড়গপুরের কাছে টেন্ডার দিয়েছে। তাঁরা কাজ করবেন।”

আরও পড়ুন-ঝাড়খণ্ডে নাবালিকা ধ.র্ষণ, হাসপাতালেই মৃত্যু

প্রসঙ্গত, পুজোর ঠিক পরেই গঙ্গা ভাঙনের ফলে তলিয়ে যায় নিমতলা ঘাটের একাংশ। এছাড়া গঙ্গায় নিমতলা-বাগবাজার সহ একাধিক এলাকা তলিয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। নিমতলা ঘাটে রবিঠাকুরের সমাধিক্ষেত্র নিয়েও উদ্বেগ বাড়ছে দিন দিন। গঙ্গার স্রোত কলকাতার দিকের পাড়গুলিতে ধাক্কা দিচ্ছে প্রতিনিয়ত। এর জেরে পাড় ভেঙে যাচ্ছে বেশিরভাগ ক্ষেত্রেই।

Latest article