বুধবার লোকসভায় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী এল মুরুগান জানান কিছু সিরিজে অশ্লীল বিষয়বস্তু নিয়ে ছবি বানানোর জন্য কেন্দ্রীয় সরকার এই বছর ১৮টি ওটিটি প্ল্যাটফর্ম (OTT Platform) ভারতে নিষিদ্ধ করেছে। এল মুরুগান এই বিষয়টি নিয়ে বিস্তারিত ভাবে জানান ২০২১ সালে আইন করে দেশে পর্নোগ্রাফির উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। অশ্লীল বা পর্নোগ্রাফি জাতীয় বিষয়বস্তু দেখানো বা ছড়িয়ে দেওয়ার বিরুদ্ধে নির্দিষ্ট কিছু বিধি-নিষেধ আরোপ করা হয়েছিল।
আরও পড়ুন-ভাঙনে জলের তলায় নিমতলা ঘাটের একাংশ, বৈঠকে মেয়র
ডিজিটাল মিডিয়ায় সংবাদ ও কারেন্ট অ্যাফেয়ার্স প্রকাশক এবং অনলাইন কিউরেটেড কনটেন্ট (ওটিটি প্ল্যাটফর্ম) প্রকাশকদের জন্য কিছু নৈতিকতা বজায় রাখার নির্দেশ দেওয়া হয় এ আইনে। তথ্য ও সম্প্রচার মন্ত্রক বিভিন্ন মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনা করে এই পদক্ষেপ নিয়েছে বলেই জানা গিয়েছে। নৈতিকতা কোড অনুসারে ডিজিটাল সংবাদ প্রকাশকদের জন্য এই জাতীয় প্রকাশকদের প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়ার ‘সাংবাদিকতার আচরণের নিয়ম’ মেনে চলতে হবে।