নিয়ন্ত্রণ হারিয়ে বিল্ডিংয়ে ভেঙে পড়ল বিমান

আমেরিকার হাওয়াইয়ের হনুলুলু (Honolulu) বিমানবন্দরের কাছে এক ইন্ডাস্ট্রিয়াল এলাকায় হঠাৎ করে এক বিমান নিয়ন্ত্রণ হারিয়ে ভেঙে পড়ে।

Must read

আমেরিকার হাওয়াইয়ের হনুলুলু (Honolulu) বিমানবন্দরের কাছে এক ইন্ডাস্ট্রিয়াল এলাকায় হঠাৎ করে এক বিমান নিয়ন্ত্রণ হারিয়ে ভেঙে পড়ে। দুর্ভাগ্যবশত একটি বাড়ির মাথায় ওই বিমান ভেঙে পড়ে। ঘটনায় ২ জন মারা গিয়েছেন। ইতিমধ্যেই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল। ভিডিওতে দেখা যাচ্ছে একটি বিমান আকাশপথে চলার সময় হঠাৎ করে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। তৎক্ষণাৎ তারা কন্ট্রোল টাওয়ারকে জানায়। জানা গিয়েছে, আকাশপথে চলার সময় ওই বিমান নিয়ন্ত্রণ হারিয়ে ভেঙে পড়ে একটি বিল্ডিং এর উপর। দুর্ঘটনার জেরে ঘটনাস্থলেই ২ জনের মৃত্যু হয়। হনুলুলুর ড্যানিয়েল কে ইনওউয়ে ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের কাছে স্থানীয় সময় অনুযায়ী বিকেলের দিকে ঘটনা ঘটে।

আরও পড়ুন-কাশ্মীরে ‘রহস্যজনক’ রোগে মৃত্যু অব্যাহত

হাইওয়ে থেকে তোলা একটি ভিডিওতে দেখা গেছে যে প্লেনটি যথেষ্ট নিচ দিয়ে উড়ছিল। নজরের বাইরে যাওয়ার আগে পর্যন্ত সেভাবেই উড়তে থাকে এবং তারপরে আগুনের গোলাতে বিস্ফোরণ ঘটে। খবর পেয়ে যদিও কন্ট্রোল টাওয়ার বাঁচানোর চেষ্টা করেছিল ওই বিমানটিকে। যেকোনও রানওয়ে বা যেকোনও জায়গায় ল্যান্ড করার নির্দেশ দেওয়া হয়। তবে শেষরক্ষা হয় নি। নিহতদের মধ্যে একজন পাইলট-ইন-ট্রেনিং ছিলেন। নাম হিরাম ডেফ্রিস। ভাগ্যবশত যে বিল্ডিংয়ে বিমানটি আছড়ে পড়ে সেখানে কোনও মানুষ ছিল না। সেখানে আছড়ে পড়তেই বিমানের ২ জনের মৃত্যু হয়। পরিস্থিতি অনেক বেশি খারাপ হতে পারত, তবে শেষ সময় পর্যন্ত পাইলট ক্ষতির পরিমাণ কম করার জন্য চেষ্টা করে গিয়েছেন।

Latest article