বৃহস্পতিবার জম্মু ও কাশ্মীরের (Jammu and Kashmir) কুলগাম জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে পাঁচ জঙ্গি নিহত হয়েছে। নিরাপত্তা বাহিনীর দুই সদস্য জখম হয়েছেন বলে জানা গিয়েছে। সন্দেহভাজন কিছু সন্ত্রাসীকারীদের জঙ্গলে উপস্থিত থাকার খবর পেয়ে বুধবার রাতে কুলগাম জেলার বেহিবাগের কদর এলাকা ঘিরে ফেলে নিরাপত্তা বাহিনী। চলছিল তল্লাশি অভিযান। সেই সময় জঙ্গিরা নিরাপত্তা বাহিনীর উপর গুলি চালায়। সেনা জওয়ানরা পাল্টা গুলি চালান। তল্লাশি অভিযান একরকম এনকাউন্টারে পরিণত হয়। উৎসবের মরশুম থেকেই একের পর এক ঘটনায় উত্তপ্ত হয়ে আছে জম্মু ও কাশ্মীর।
আরও পড়ুন-নিয়ন্ত্রণ হারিয়ে বিল্ডিংয়ে ভেঙে পড়ল বিমান
অক্টোবরে এমনকি কনভয়ের অ্যাম্বুলেন্সে হামলাও হয়েছে। যদিও সেই ঘটনার সঙ্গে যুক্ত সব জঙ্গিদের খতম করেছিল সেনা, এনএসজি এবং জম্মু ও কাশ্মীর পুলিশের যৌথ বাহিনী। তবে সামরিক বাহিনীর সারমেয় ‘ফ্যান্টম’ প্রাণ হারিয়েছিল। এই বছর, মে মাস থেকে ১লা নভেম্বর পর্যন্ত ২৩ জন জঙ্গিকে জম্মু ও কাশ্মীরে শেষ করেছে বাহিনী। যদিও নিরাপত্তা বাহিনীরও ২৪ জন জওয়ান শহিদ হয়েছেন। তাঁদের মধ্যে ৬ জন কশ্মীরে এবং ১৮ জন জম্মুতে প্রাণ হারিয়েছেন। কয়েক মাস ধরে রাজৌরি, পুঞ্চ অঞ্চলের জঙ্গলে নজরদারি বাড়ানো হয়েছে। জানা গিয়েছে, পাকিস্তান থেকে তুষারপাতের আগে এই সব অঞ্চলে অনুপ্রবেশ অনেকাংশেই বেড়ে যায়। এই অবস্থায় অনুপ্রবেশ ঠেকাতে তৎপর সেনা।
আরও পড়ুন-কাশ্মীরে ‘রহস্যজনক’ রোগে মৃত্যু অব্যাহত
প্রসঙ্গত, অক্টোবরের শেষ দুই সপ্তাহে জম্মু ও কাশ্মীরে মোট আটটি সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। গত ২৪ অক্টোবর রাষ্ট্রীয় রাইফেলসের জওয়ানদের কনভয়ে হামলা চালানো হয়েছিল। দুই জওয়ান ছাড়াও প্রাণ হারিয়েছিলেন দু’জন কুলি। গত ২০শে অক্টোবর গান্ডেরবাল জেলার সোনামার্গে একটি নির্মাণস্থলে জঙ্গিরা সাতজনকে হত্যা করেছিল। নিহতদের মধ্যে ছিল একজন চিকিৎসক ও ছয়জন পরিযায়ী শ্রমিক।