ভীমরাও আম্বেদকরকে (Bhimrao Ambedkar) নিয়ে বিতর্কিত মন্তব্য করায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে স্বাধিকারভঙ্গের নোটিশ এনেছে তৃণমূল কংগ্রেস। বাবা সাহেবের নাতি প্রকাশ আম্বেদকর সংসদে তৃণমূল কংগ্রেসের এই অবস্থানকে স্বাগত জানালেন। এই নিয়ে তিনি সোশ্যাল মিডিয়ায় লেখেন, ”আমি তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েনকে ধন্যবাদ জানাই। তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে বাবাসাহেব সম্পর্কে অপমানজনক মন্তব্যের জন্য স্বাধিকারভঙ্গের নোটিশ এনেছেন। আম্বেদকর-ইস্যুতে তৃণমূল কংগ্রেসের এই অবস্থান সাধুবাদযোগ্য।”
আরও পড়ুন-কুলগামে সেনার গুলিতে নিহত ৫ জঙ্গি, আহত ২ জওয়ান
তিনি আরও লেখেন, ”যাঁরা তাঁকে শ্রদ্ধা করেন এবং তাঁর কৃতিত্ব স্বীকার করেন, তাঁরা বাবাসাহেবের বিরুদ্ধে এই অবমাননাকর মন্তব্য সহ্য করবেন না।আম্বেদকর-বিরোধী মানসিকতার বিরুদ্ধে রাজপথ থেকে সংসদ পর্যন্ত লড়াই করা হবে। আমি খুশি যে ডেরেক ও’ব্রায়েন রাজ্যসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ঘৃণ্য মানসিকতার বিরুদ্ধে প্রতিবাদ করেছেন।”
গোটা সংসদ চত্বর জুড়ে সেই প্রতিবাদের রেষ ছড়িয়ে পড়েছে। বৃহস্পতিবারও তৃণমূল কংগ্রেস সংসদরা আম্বেদকর মূর্তির সামনে প্রতিবাদে সামিল হন। এদিনের এই প্রতিবাদে ছিলেন সৌগত রায়, প্রতিমা মণ্ডল , নাদিমুল হক, সাজদা আহমেদ, খলিলুর রহমান প্রমুখ। বাবাসাহেব আম্বেদকরের ছবি হাতে তাঁরা প্রতিবাদ জানান। এই মর্মে সৌগত রায় বলেন, ”বাবাসাহেবের অবমাননা তাঁরা মানবেন না। আমাদের এই প্রতিবাদ চলবে। মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নির্দেশ দিয়েছেন। তার নির্দেশ মেনে আমরা প্রতিবাদ জানাচ্ছি। আমরা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর এই অপমানজনক মন্তব্যের বিহিত চাই।”
আরও পড়ুন-কাশ্মীরে ‘রহস্যজনক’ রোগে মৃত্যু অব্যাহত
বুধবার রাজ্যসভায় তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন স্বাধিকারভঙ্গের নোটিস দেন অমিত শাহের বিরুদ্ধে। তিনি সংবিধান ও সংসদীয় মর্যাদায় আঘাত এনেছেন বলে অভিযোগ তোলা হয়। ১৮৭ নম্বর রুলে ওই নোটিস আনা হয়। আম্বেদকরকে নিয়ে অমিত শাহের বিতর্কিত মন্তব্যের পর ড্যামেজ কন্ট্রোলে নামেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিরোধীদের পাল্টা আক্রমণ করেন তিনি। তবে এই ইস্যুতে এনডিএর শরিকদের মধ্যেই ফাটল দেখা দেয়। বিজেপির অন্দরেও তৈরি হয় বিভাজন।
I thank @AITCofficial’s Rajya Sabha MP @derekobrienmp for filing a privilege notice against Union Home Minister Amit Shah over his insulting remarks about Babasaheb.
Derogatory remarks against Babasaheb will not be tolerated by those who revere him and acknowledge his…
— Prakash Ambedkar (@Prksh_Ambedkar) December 19, 2024