এবার অনাস্থা সিবিআই-এ কারা নাড়ছেন কলকাঠি?

আরজি কর ধর্ষণ-খুনের তদন্তে সিবিআই (CBI) চেয়েছিলেন নির্যাতিতার মা-বাবাই। তাঁরাই এখন সিবিআই তদন্ত নিয়ে সন্দেহ প্রকাশ করছেন।

Must read

প্রতিবেদন : আরজি কর ধর্ষণ-খুনের তদন্তে সিবিআই (CBI) চেয়েছিলেন নির্যাতিতার মা-বাবাই। তাঁরাই এখন সিবিআই তদন্ত নিয়ে সন্দেহ প্রকাশ করছেন। এই মর্মে তাঁরা আদালতের দ্বারস্থ হলেন। বৃহস্পতিবার আরজি করের নির্যাতিতা ডক্তারি পড়ুয়ার বাবা-মায়ের আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ সমস্ত নথি হাইকোর্টে পেশের নির্দেশ দিলেন সিবিআইকে।

আরও পড়ুন-সুপ্রিম প্রশ্নের মুখে সিবিআই, কিছু অযোগ্যের জন্য কেন ২৬ হাজারের চাকরি যাবে

কিন্তু প্রশ্ন উঠছে, এতদিন পর সিবিআই-এ অনাস্থা কেন? এর পিছনে কলকাঠি নাড়ছেন কারা? তৃণমূলের প্রশ্ন, তবে কি ধৃত সঞ্জয় রাইকে বাঁচাতেই নতুন নাটক? উল্লেখ্য, আরজি করের তরুণী চিকিৎসকের নৃশংস ধর্ষণ-খুনের ঘটনায় তদন্তে নেমে ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্তকে গ্রেফতার করে কলকাতা পুলিশ। সিআইডি তদন্তের জন্য আরও এক সপ্তাহ সময় চেয়ে নিয়েছিল কলকাতা পুলিশ। কিন্তু মৃতার পরিবারের আবেদনের প্রেক্ষিতে সিবিআই তদন্তের নির্দেশ দেয় হাইকোর্ট। কিন্তু এতদিনে এই মামলায় সিবিআই কাউকে গ্রেফতার করতে পারেনি।

Latest article