সংবাদদাতা, আলিপুরদুয়ার : আলিপুরদুয়ার শ্যুটআউট-কাণ্ডে বিজেপি-যোগ। আততায়ী বিজেপির শাখা সংগঠনের সক্রিয় সদস্য। মঙ্গলবার ঘটনার পরই স্থানীয়রা হাতেনাতে ধরে ফেলে বিশ্বদীপ দাসকে। জনরোষের কবলে পড়ে গুরুতর জখম হয় আততায়ী। পুলিশ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যেতেই মৃত্যু হয়। খুনের কারণ এবং কারা যুক্ত জানতে তদন্ত শুরু হয়। এরপর থেকে প্রতিদিনই উঠে এসেছে নতুন নতুন তথ্য। তবে এবার সরাসরি বিজেপি কর্মীর নাম উঠে আসায় চাপে পড়েছে দল।
আরও পড়ুন-এবার অনাস্থা সিবিআই-এ কারা নাড়ছেন কলকাঠি?
এই বিষয়ে দল মুখ না খুললেও খুনের তল খুঁজতে আরও জোরালো তদন্ত শুরু হয়েছে। বৃহস্পতিবার মৃতার পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে এমনটাই জানালেন তৃণমূল নেতা সৌরভ চক্রবর্তী। খুনি বিজেপি সদস্য প্রসঙ্গে সৌরভ বলেন, বিজেপি-আশ্রিত দুষ্কৃতীরা শান্ত রাজ্যে অশান্তির চেষ্টা চালিয়ে যাচ্ছে। খুনের ঘটনার সঙ্গে শুধু বিশ্বদীপ দাস ও তার সঙ্গী মনোজ বন্দ্যোপাধ্যায় নয়, আরও কেউ রয়েছে। আর এই গ্যাংয়ের হাতে রয়েছে বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্র। পুলিশ তদন্ত করে এদের মুখোশ খুলে দেবে। এদিকে, ঘটনার দিন খুনির সঙ্গে থাকা মনোজ বন্দ্যোপাধ্যায়কে বুধবার গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার তাকে আলিপুরদুয়ার আদালতে পেশ করা হয়।