মেলবোর্নে পৌঁছল ভারত, মেজাজ হারালেন বিরাট

Must read

মেলবোর্ন, ১৯ ডিসেম্বর : ভারতীয় ড্রেসিংরুমকে বিদায় জানিয়ে রবিচন্দ্রন অশ্বিন যখন দেশে ফিরলেন, তখন তাঁর সদ্য প্রাক্তন সতীর্থরা বক্সিং-ডে টেস্ট খেলতে পৌঁছে গেলেন মেলবোর্ন। ২৬ ডিসেম্বর এমসিজি-তে শুরু বর্ডার-গাভাসকর সিরিজের চতুর্থ টেস্ট। কিন্তু পৌঁছেই মেজাজ হারালেন বিরাট কোহলি (Virat Kohli)। এক অস্ট্রেলীয় সাংবাদিকের সঙ্গে তর্কে জড়ালেন তারকা ব্যাটার।

আরও পড়ুন- স্বতঃস্ফূর্ত সিদ্ধান্ত, কোনও আক্ষেপ নেই, দেশে ফিরে বললেন অশ্বিন

বিমানবন্দরে বিরাটদের (Virat Kohli) ছবি তুলতে জড়ো হয়েছিলেন চিত্র সাংবাদিকরা। এক এক করে ক্রিকেটারদের বেরিয়ে আসার ছবি তোলার পর্ব চলছিল। সমস্যা হয় বিরাট বেরনোর পর। বিরাটের সঙ্গে তাঁর ছোট দুই সন্তানের ছবিও তুলতে যান চিত্র সাংবাদিকরা। আপত্তি জানান তারকা ব্যাটার। এক অস্ট্রেলীয় সাংবাদিকের সঙ্গে বিরাটের তর্কাতর্কি হয়। পরিবারের ছবি তুলতে বারণ করেন তিনি। এই ভিডিও দ্রুত ভাইরাল হয়। ভিডিওতে দেখা গিয়েছে, কথা কাটাকাটির পর এগিয়ে গেলেও ফের পিছনে ফিরে ওই সাংবাদিককে কিছু বলেন বিরাট। আসলে বিরাট চান না তাঁর দুই সন্তান ভামিকা এবং অকায়ের ছবি প্রকাশ্যে আসুক। এই ব্যাপারে অতীতে সমাজমাধ্যমেও অনুরোধ করেছেন। অস্ট্রেলীয় মিডিয়া অনুরোধ না মানায় বিরাটের রোষের মুখে পড়েছে।

পারথে প্রথম টেস্টে দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি বাদ দিলে সিরিজে এখনও পর্যন্ত ব্যর্থই বিরাট। পাঁচটি ইনিংসে তাঁর রান ৫, ১০০, ৭, ১১, ৩। আরও শোচনীয় অবস্থা অধিনায়ক রোহিত শর্মার। দুই টেস্টে তাঁর ব্যাট থেকে এসেছে মাত্র ১৯ রান। দু’জনের ব্যাটিং ফর্ম রয়েছে আতশ কাচের নিচে। অশ্বিনের আচমকা অবসরের পর চাপ আরও বেড়েছে দুই সিনিয়র ব্যাটারের উপর। সিরিজের শেষ দুই টেস্টে রান না পেলে এবং ভারত সিরিজ হারলে রোহিত ও বিরাটের টেস্ট কেরিয়ারে যবনিকা পড়লেও অবাক হওয়ার কিছু থাকবে না। বিভিন্ন সূত্রে দাবি করা হচ্ছে, সিরিজ শেষে অন্তত এক বা দু’জন অবসর নিতে পারেন। গাব্বায় রান পেলেও রবীন্দ্র জাদেজারও টেস্ট কেরিয়ার প্রশ্নের মুখে। বক্সিং ডে টেস্ট মহাতারকাদের কাছে অগ্নিপরীক্ষা। মেলবোর্ন টেস্টের আগে সাত দিন সময় পাওয়াটাও ভাল দিক। প্রস্তুতির সময় পাচ্ছেন বিরাট, রোহিতরা।

Latest article