আন্তঃমহাদেশীয় কাপ জিতলেন এমবাপেরা

Must read

দোহা, ১৯ ডিসেম্বর : চলতি বছরে দ্বিতীয় ট্রফির মুখ দেখল রিয়াল মাদ্রিদ। বুধবার রাতে মেক্সিকোর ক্লাব পাচুকাকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে আন্তঃমহাদেশীয় কাপ জিতলেন কিলিয়ান এমবাপেরা (Mbappe)। এর আগে স্প্যানিশ সুপার কাপ জিতেছিল রিয়াল। এই নিয়ে মোট চারবার আন্তঃমহাদেশীয় কাপ জিতল স্প্যানিশ জায়ান্টরা।

দু’বছর আগে দোহার এই লুসেল স্টেডিয়ামে বিশ্বকাপ ফাইনালে লিওনেল মেসির আর্জেন্টিনার কাছে হেরে রানার্স হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল এমবাপে (Mbappe)। এবার অবশ্য রিয়ালের হয়ে ট্রফি জিতলেন ফরাসি তারকা। চোটের জন্য আগের ম্যাচে খেলতে পারেননি। এদিন অবশ্য মাঠে ফিরেই গোল পেলেন এমবাপে। ৩৭ মিনিটে তাঁর গোলেই এগিয়ে গিয়েছিল রিয়াল। বিরতির পর আরও দু’টি গোল করেন রডরিগো ও সদ্য ফিফার বর্ষসেরা ফুটবলারের সম্মান জেতা ভিনিসিয়াস জুনিয়র। ৫৩ মিনিটে রডরিগো ২-০ করার পর, ৮৪ মিনিটে পেনাল্টি থেকে গোল করে পাচুকার কফিনে শেষ পেরেক পুঁতে দেন ভিনিসিয়াস।

আরও পড়ুন- হাইব্রিড মডেলেই চ্যাম্পিয়ন্স ট্রফি, জানিয়ে দিল আইসিসি

এদিকে, রিয়াল আন্তঃমহাদেশীয় কাপ জেতার সঙ্গে সঙ্গেই ক্লাবের ১২২ বছরের ইতিহাসে সফলতম কোচ হয়ে গেলেন কার্লো আনচেলোত্তি। তাঁর কোচিংয়ে রিয়াল ১৫ নম্বর ট্রফি জিতল। আনচেলোত্তি ভেঙে দিলেন মিগুয়েল মুনোজের রিয়ালের কোচ হিসাবে ১৪টি ট্রফি জয়ের রেকর্ডকে। প্রসঙ্গত, মুনোজ ১৯৬০ থেকে ১৯৭৪–টানা ১৪ বছর রিয়ালকে কোচিং করিয়েছেন। অন্যদিকে, আনচেলোত্তি ২০১৩ থেকে ২০১৫ সাল পর্যন্ত রিয়ালের কোচ থাকাকালীন জিতেছিলেন ৪টি ট্রফি। এরপর ২০২১ সালে ফের দায়িত্ব নিয়ে এখনও পর্যন্ত জিতেছেন ১১টি ট্রফি। উচ্ছ্বসিত আনচেলোত্তির বক্তব্য, ‘‘রিয়ালের গ্রেট কোচদের সঙ্গে আমার নামও উচ্চারিত হবে, এটা ভেবেই সম্মানিত বোধ করছি। আশা করি, কোচি হিসাবে নিজের দায়িত্ব ঠিকঠাক পালন করতে পারছি।’’

Latest article