উত্তরে তুষারপাত, দক্ষিণে কমবে শীতের আমেজ

Must read

প্রতিবেদন : দক্ষিণে বৃষ্টি আর উত্তরে তুষারপাত (Weather Update)। আপাতত এই যুগলবন্দির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর (Weather Update)। দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায় হালকা তুষারপাতের সম্ভাবনা রয়েছে, সামান্য তুষারপাত হতে পারে কালিম্পংয়েও। দক্ষিণবঙ্গ জুড়ে মেঘলা আকাশ। সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। শনিবারেও দক্ষিণবঙ্গের আট জেলাতে হালকা বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গে দার্জিলিং ও কালিম্পংয়ে হালকা বৃষ্টি হবে শনিবার। এদিকে বৃষ্টির পূর্বাভাস থাকলেও তাপমাত্রা বাড়বে। আগামী দু-তিনদিন অপরিবর্তিত থাকবে পারদ। দক্ষিণে পুবের বাতাস বইবে। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই সকালের দিকে হালকা ধোঁয়াশা-কুয়াশা থাকতে পারে। শনিবার কুয়াশার সম্ভাবনা বেশি উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান জেলাতে।

আরও পড়ুন- আলিপুরদুয়ার-কাণ্ডে চাঞ্চল্যকর তথ্য, আততায়ী বিজেপির সক্রিয় কর্মী!

Latest article