প্রতিবেদন : গঙ্গাসাগর মেলার ওপর নজর রাখবে ইসরো এবং নাসা (NASA-ISRO)! বাংলাদেশের ঘটনার প্রেক্ষিতে বিশেষ এই নজরদারির বন্দোবস্ত। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইসরো এবং নাসার কাছে জিপিএসের মাধ্যমে নজরদারি চালানোর অনুরোধ জানান। কদিন আগেই নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গঙ্গাসাগর মেলার প্রস্তুতি নিয়ে জরুরি বৈঠক ডেকেছিলেন। সেখানেই তিনি উষ্মা প্রকাশ করেন, গঙ্গাসাগর মেলা প্রতিবছরের মতোই এবারও নিরাপত্তার কড়াকড়ি থাকবে। সেইমতো নিরাপত্তার চাদরে মুড়ে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মেলার সময় যাতে পুণ্যার্থীদের কোনওরকম অসুবিধা না হয়, এখন থেকেই তার প্রস্তুতি সেরে রাখছে রাজ্য প্রশাসন। পুলিশ ও প্রশাসন ত্রুটি রাখছে না নিরাপত্তা দিতে। তার উপর এখন নাসা ও ইসরোর জিপিএস নজরদারিও চলবে বলে আশাবাদী রাজ্য। রাজ্য কোনও খামতি রাখতে চাইছে না নিরাপত্তায়।
আরও পড়ুন-উপাচার্য নিয়োগে বিলম্ব, সুপ্রিম কোর্টের পরামর্শ চাইবে রাজ্য