ডিভিসির ভোটে বিপুল জয় তৃণমূলের শ্রমিক সংগঠনের

Must read

প্রতিবেদন : ডিভিসির নির্বাচনে প্রায় ৫০ শতাংশ ভোট পেয়ে বিপুল জয়লাভ করল আইএনটিটিইউসি (INTTUC) স্বীকৃত শ্রমিক সংগঠন ডিভিসি কামঘর সংঘ। ২৮৪০টি ভোটের মধ্যে তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন ১৪১৪টি ভোট পেয়ে জয়লাভ করে। তৃণমূলের শ্রমিক সংগঠনের (INTTUC) সভাপতি মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে করে জানান এই জয়ের খবর। তিনি বলেন, এতদিন ডিভিসি রাজ্যকে গুরুত্ব না দিয়ে একতরফা সিদ্ধান্ত নিত। এবার শ্রমিক সংগঠনের তরফে আওয়াজ উঠবে। নির্বাচিত প্রতিনিধিদের দাবি, এবার ডিভিসির পরিচালন বোর্ডে শ্রমিক প্রতিনিধি রাখতে হবে। এর ফলে জল ছাড়া থেকে শুরু করে ডিভিসির বিভিন্ন সিদ্ধান্তের অংশীদার হতে পারবে তৃণমূল স্বীকৃত এই শ্রমিক সংগঠন। যার ফলে ভবিষ্যতে রাজ্য বনাম ডিভিসি-র দ্বন্দ্বেরও সুরাহা মিলবে। শ্রমিকদের লড়াইয়ের পাশাপাশি বাংলার জন্যও দাবি আদায়ের লড়াই চলবে।

আরও পড়ুন- উপাচার্য নিয়োগে বিলম্ব, সুপ্রিম কোর্টের পরামর্শ চাইবে রাজ্য

Latest article