সংবিধান বিরোধী ওয়াকফ বিল, তীব্র নিন্দা পুরমন্ত্রীর

Must read

প্রতিবেদন : কেন্দ্রের সংবিধান বিরোধী ওয়াকফ বিলের (Waqf Bill) বিরুদ্ধে প্রতিবাদে গর্জে উঠেছে রাজ্য। বৃহস্পতিবার ধর্মতলায় ফুরফুরা শরিফের এক সংগঠনের তরফে আয়োজিত প্রতিবাদ সভায় ওয়াকফ সম্পত্তির অর্থ বুঝিয়ে কেন্দ্রের এই স্বৈরাচারী বিলের তীব্র বিরোধিতা করেন রাজ্যের পুরমন্ত্রী তথা শহরের মেয়র ফিরহাদ হাকিম। তিনি বলেন, ভারতের সংবিধান অনুযায়ী দেশটা ধর্মনিরপেক্ষ। কিন্তু কেন্দ্র সরকারের এখন একটাই লক্ষ্য, কীভাবে সংখ্যালঘু মুসলিমদের উত্ত্যক্ত করা যায়। ওয়াকফ (Waqf Bill) সম্পত্তির ব্যাখ্যা দিয়ে মন্ত্রী বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বলেছেন, কোনও ধর্মের সম্পত্তিতে হাত দেওয়া অন্যায়। জেনে রাখা উচিত, আল্লাহর নামে বিত্তবান পরিবারের দান করা সম্পত্তিই হল ওয়াকফ সম্পত্তি। সেই সম্পত্তি মুসলিম সম্প্রদায়ের উন্নয়নের স্বার্থে ব্যবহার হবে। আর সরকার নিযুক্ত যে বোর্ড এই সম্পত্তি দেখাশোনা করে, সেটা ওয়াকফ বোর্ড। কিন্তু এখন হঠাৎ মোদি সরকারের লোভ পড়েছে সেই সম্পত্তির উপর! এদিন ওয়াকফ বিলের বিরোধিতায় মন্ত্রী ফিরহাদ হাকিমের আরও বক্তব্য, একটা ভুল ধারণা আছে যে মুসলিমের সম্পত্তি মানেই সেটা ওয়াকফ সম্পত্তি। কিন্তু তা নয়। কারও ব্যক্তিগত ওয়াকফ সম্পত্তি নয়। রেড রোডে বসে নামাজ পড়ছি বলেই সেটা ওয়াকফ সম্পত্তি নয়। শুধুমাত্র ওয়াকফ বোর্ডের আওতাভুক্ত সম্পত্তিই ওয়াকফ সম্পত্তি। সেটা না কোনওদিন কোনও মানুষের হতে পারে, না কোনও সরকারের।

আরও পড়ুন- ডিভিসির ভোটে বিপুল জয় তৃণমূলের শ্রমিক সংগঠনের

Latest article