রেষারেষি আটকাতে অ্যাপ চালু রাজ্যের

Must read

প্রতিবেদন : নতুন বছরের শুরুতেই সরকারি ও বেসরকারি বেপরোয়া বাসের রেষারেষি আটকাতে পরীক্ষামূলকভাবে অ্যাপ চালু করা হচ্ছে৷ এর প্রস্তুতিতে ইতিমধ্যে পরিবহণ দফতর একাধিক বাস সংগঠনের সঙ্গে বৈঠক করেছে। সেখানে ১০ জানুয়ারি থেকেই শহরের নির্ধারিত ১২টি সরকারি ও বেসরকারি বাস রুটে এই প্রকল্প চালু করার লক্ষ্যমাত্রার কথা জানিয়ে দেওয়া হয়েছে। হলুদ ট্যাক্সির মতোই সরকারি ও বেসরকারি বাস ও মিনিবাসকে যাত্রী সাথী অ্যাপে যুক্ত করা হচ্ছে৷ এই ব্যবস্থা চালু হলে কোন রুটে কোন সরকারি বা বেসরকারি বাস কত গতিতে ছুটছে তা জানা যাবে। পাশাপাশি আগাম টিকিটও কেটে নেওয়া যাবে৷ এছাড়াও আপাতত যে ১২টি রুট এই পরিষেবা দেওয়া হবে বলে চিহ্নিত করা হয়েছে, সেই সব রুটের বাসস্ট্যান্ডে এলইডি ডিসপ্লে বসানো হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বাসের রেষারেষি বন্ধ করতে এবং বাসের অতিরিক্ত গতির ফলে পথ দুর্ঘটনা এড়াতে কোমর বেঁধে নেমেছে প্রশাসন৷ তাই সরকারি বাসের পাশাপাশি বেসরকারি বাস ও মিনিবাসের উপর নজরদারি চালানো হবে। বাসগুলিকে ট্র্যাক করার ব্যবস্থা চালু করতে চলেছে রাজ্যের পরিবহণ দফতর৷ আপাতত এয়ারপোর্ট সংযোগকারী ১২টি রুটের সরকারি ও বেসরকারি বাস মিনিবাসগুলির সঙ্গে এই পরিষেবা যুক্ত করা হবে। যাত্রীদের থেকে কেমন সাড়া মিলছে এবং অ্যাপের উন্নতির প্রয়োজন রয়েছে কি না, সেই সব দিকগুলি খতিয়ে দেখে দ্রুত অন্যান্য রুটেও এই পরিষেবা বিস্তার করা হবে। যে ১২টি রুট চিহ্নিত করা হয়েছে সেগুলি হল: এসি-৩৯, এসি-৫৮, এসি-৩৭এ, ভি-১, এস-১০, এস-২৩এ, এসি-২, এসি-৪৩, এসি-৪০, এসি-২৩এ, ইবি-১২ ও এস-৬৬।

আরও পড়ুন- সংবিধান বিরোধী ওয়াকফ বিল, তীব্র নিন্দা পুরমন্ত্রীর

Latest article