প্রতিবেদন: বৃহস্পতিবার মার্কিন ডলারের (Dollar) বিপরীতে সর্বকালের সর্বনিম্ন পর্যায়ে নেমে এল ভারতীয় টাকা। প্রথমবারের মতো ৮৫ টাকার সীমা অতিক্রম করেছে মার্কিন ডলার। এই পতন হয়েছে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের মূল সুদের হার ২৫ বেসিস পয়েন্ট কমানো এবং ২০২৫ সালে সুদের হারে কম কাটছাঁটের ইঙ্গিত দেওয়ার পর। এর ফলে ভারতীয় মুদ্রার উপর আরও চাপ সৃষ্টি হয়েছে, যা ইতিমধ্যেই দুর্বল পুঁজিপ্রবাহ এবং অন্যান্য অর্থনৈতিক চ্যালেঞ্জের কারণে চাপের মধ্যে রয়েছে। বৃহস্পতিবারের প্রারম্ভিক লেনদেনে ডলারের বিপরীতে টাকা ৮৫.০৬৫০-এ নেমে যায়, যা বুধবারের ৮৪.৯৫২৫ থেকে কম। টাকার অবমূল্যায়নের গতি সাম্প্রতিক সময়ে তীব্র হয়েছে। ৮৪ টাকা থেকে ৮৫ টাকায় পৌঁছতে সময় লেগেছে মাত্র দুই মাস, যেখানে ৮৩ থেকে ৮৪ টাকায় যেতে লেগেছিল ১৪ মাস এবং ৮২ থেকে ৮৩ টাকায় যেতে লেগেছিল ১০ মাস। অর্থনৈতিক বিশেষজ্ঞদের মতে, টাকার দুর্বলতা আন্তর্জাতিক এবং দেশীয় কারণগুলির সংমিশ্রণের ফল। জুলাই-সেপ্টেম্বর সময়কালে ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধি সাত-ত্রৈমাসিকের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে, যখন পণ্য বাণিজ্যের ঘাটতি বৃদ্ধি পাচ্ছে। দেশের পুঁজির প্রবাহও স্থবির রয়েছে। এরই সার্বিক ফলশ্রুতি ভারতীয় টাকার অবমূল্যায়ন।
আরও পড়ুন- বাংলাদেশের পাকমুখী ভিসানীতি বাড়াচ্ছে জঙ্গি উপদ্রবের আশঙ্কা