প্রতিবেদন : ভোট এলেই গালভরা প্রতিশ্রুতি দেয় বিজেপি। কিন্তু ভোট মিটলেই আর তাদের দেখা মেলে না। ভোট মিটলেই পগারপার হয়ে যায় তারা। ডাবল ইঞ্জিন মধ্যপ্রদেশে বেরিয়ে পড়ল বিজেপি সরকারের বেআব্রু চেহারা। বাংলায় লক্ষ্মীর ভাণ্ডারের ধাঁচে ‘লাডলি বহেনা’ (Ladli Behna Yojana) প্রকল্প এনেছিল বিজেপি। কিন্তু সেই প্রকল্প এখন বন্ধের পথে। নাম নথিভুক্ত বন্ধ রয়েছে ১৬ মাস। ২০২৩ সালের ২০ অগাস্টের পর লাডলি বহেনা প্রকল্পে আর নাম রেজিস্ট্রেশনই করা হয়নি।
তৃণমূল কংগ্রেস এই প্রসঙ্গে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বিজেপির নকল রাজনীতিকে কটাক্ষ করল। সেখানে তৃণমূলের সাফ কথা, বিজেপি মহিলাদের সম্মান করতেই জানে না! মেকি আস্ফালন আর ভূরি ভূরি মিথ্যা প্রতিশ্রুতি ছাড়া বিজেপির কাছে কিস্যু নেই! মধ্যপ্রদেশের শিবরাজ সিং চৌহান সরকার বাংলার লক্ষ্মীর ভাণ্ডারের সাফল্যকে নির্বাচনে কাজে লাগাতে চেয়েছিল। আদতে রাজ্যের মহিলাদের উন্নতিতে যে নজর ছিল না মধ্যপ্রদেশের বিজেপি সরকারের, তা স্পষ্ট হয়ে গেল নির্বাচনে জিতে বিজেপির ক্ষমতায় আসার এক বছর পরেই।
আরও পড়ুন-মুখ্যমন্ত্রীর নির্দেশ ইন্দ্রনীলকে, শিল্পী সুপ্রকাশ চাকীর পাশে রাজ্য সরকার
মধ্যপ্রদেশ বিধানসভায় মোহন যাদব সরকার জানিয়েছে, প্রকল্প (Ladli Behna Yojana) ঘোষণা হওয়ার পরে ২০২৩ সালের অগাস্টের পরে আর এই প্রকল্পে কোনও রেজিস্ট্রেশনই হয়নি। ২০২৩ সালের নভেম্বর-ডিসেম্বরে ডবল ইঞ্জিন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান বাংলার মুখ্যমন্ত্রীকে অনুকরণ করে নির্বাচনে লড়তে নামে। রাতারাতি মহিলাদের মাসিক ১ হাজার টাকা অ্যাকাউন্টে দেওয়ার প্রকল্প আনে তারা। তবে প্রকল্প শিবরাজ সরকারের হাত ধরে এলেও তা নিয়ে যে এগোতেই পারেননি মোহন যাদব তা স্পষ্ট সাম্প্রতিক তথ্যে।