প্রতিবেদন: শ্বেতশুভ্র বরফে ঢেকে আছে কাশ্মীর। পাশাপাশি উত্তর ভারতের একাধিক রাজ্যে হাড়কাঁপানো ঠান্ডার দাপট বাড়তে শুরু করেছে। এর মধ্যেই শনিবার পাঁচ রাজ্যে শৈত্যপ্রবাহের সতর্কতা জারি করেছে মৌসমভবন। আগামী দু’দিন শৈত্যপ্রবাহের পরিস্থিতি জারি থাকার সম্ভাবনা আছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস, শনিবার শৈত্যপ্রবাহ চলবে জম্মু-কাশ্মীর, হিমাচলপ্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা ও রাজস্থানে। রবিবারও তা চলবে। হরিয়ানাতেও তাপমাত্রা শূন্যের কাছাকাছি পৌঁছে গিয়েছে।
আরও পড়ুন-মাতৃস্নেহের সুধাধারায়
পারদপতনের পাশাপাশি ঘন কুয়াশা অব্যাহত থাকবে উত্তর এবং উত্তর-পশ্চিম ভারতের রাজ্যগুলিতে। হিমাচলের পাঁচ জেলায় শৈত্যপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। হরিয়ানাতেও কোনও কোনও জায়গায় তাপমাত্রা শূন্যের কাছাকাছি। রাজ্যের আট জেলায় ঘন কুয়াশার সতর্কবার্তা দেওয়া হয়েছে। দুর্ঘটনা এড়াতেই কুয়াশা নিয়ে সতর্ক করেছে মৌসমভবন। জম্মু-কাশ্মীরের বহু জায়গায় তাপমাত্রা হিমাঙ্কের বহু নীচে। শ্রীনগরে তাপমাত্রা মাইনাস ৬ ডিগ্রি সেলসিয়াস। কারগিলে হিমাঙ্কের ১৩ ডিগ্রি নীচে এবং লেহতে হিমাঙ্কের ১১ ডিগ্রি নীচে নেমছে পারদ। রাজধানী দিল্লিতেও প্রবল ঠান্ডা। সর্বনিম্ন তাপমাত্রা ৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।