বড়দিনে সৈকতশহর দিঘা হয়ে উঠছে কলকাতার পার্ক স্ট্রিট

বড়দিন (Christmas) আর পার্ক স্ট্রিট সমার্থক। রংবাহারি আলোর সেজে ওঠে গোটা এলাকা। দিঘায় এবার সেই পার্ক স্ট্রিটের ছোঁয়া।

Must read

তুহিনশুভ্র আগুয়ান, দিঘা: বড়দিন (Christmas) আর পার্ক স্ট্রিট সমার্থক। রংবাহারি আলোর সেজে ওঠে গোটা এলাকা। দিঘায় এবার সেই পার্ক স্ট্রিটের ছোঁয়া। ইতিমধ্যেই রংবাহারি আলোয় সেজে উঠেছে সৈকত শহর। বড়দিন এবং নতুন বছরকে কেন্দ্র করে বরাবরই পর্যটকদের বাড়তি ভিড় লেগে থাকে। এ বছরের বাড়তি আকর্ষণ সেজে ওঠা আলোকমালা। নিউ দিঘা থেকে ওল্ড দিঘা কয়েক কিলোমিটার সৈকত সরণি জুড়ে নানান কারুকার্য ফুটিয়ে তোলা হয়েছে আলোয়।

আরও পড়ুন-ফাইনালে ভারত

ইতিমধ্যে পর্যটকরা ভিড় জমাচ্ছেন রংবাহারি আলোর সঙ্গে সেলফি তোলার জন্য। ক্রিসমাস ট্রি থেকে শুরু করে সান্তা ক্লজ, গিফট বক্স থেকে শুরু করে বড়দিনের গোল্ডেন বেল— সমস্ত কিছুই দিঘার এখন আকর্ষণ। পথবাতির চারপাশেও জড়ানো হয়েছে এলইডি আলো। বিশ্ব বাংলা উদ্যানে হরেক রঙের আলো দিয়ে রাঙিয়ে তোলা হয়েছে। সেজে উঠেছে আই লাভ দিঘাও। হোটেল রেস্টুরেন্টগুলিও নানান ব্যবস্থা করেছে। দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদের নতুন ধাঁচে সাজিয়ে তুলেছে সৈকত সুন্দরীকে। পাশাপাশি বড়দিন উপলক্ষে সামনে রেখে দিঘার ঢেউসাগর উদ্যানে শুরু করা হয়েছে নানা ধরনের রাইড। বিদেশের একাধিক রাইডও চালু হয়েছে এখানে। ইতিমধ্যে দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদ কার পার্কিংয়ের জন্য একাধিক এজেন্সিকে দায়িত্ব দিয়েছে। মত্তদের রুখতে চলবে কড়া নজরদারি। পর্ষদের প্রশাসক অপূর্ব বিশ্বাস জানিয়েছেন, পার্ক স্ট্রিটের আমেজ এখন দিঘায় পাবেন পর্যটকেরা।

Latest article