প্রতিবেদন : কৃষকের ঘরে আলো জ্বলেছিল, এবার শিক্ষার আলো জ্বলল পড়ুয়ার জীবনে। সৌজন্য ‘এক ডাকে অভিষেক’। এক ফোনেই পড়ুয়ার পাশে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। জটিলতা কাটিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভর্তির পথ প্রশস্ত হল দীপককুমার রায়ের। শুক্রবার ‘এক ডাকে অভিষেক’-এর অফিসিয়াল এক্স হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করেন দীপক।
আরও পড়ুন-এক শহর দুই মঞ্চ, গান-কবিতায় রূপম
সেখানে তাঁকে বলতে শোনা যায়, তিনি উমেশচন্দ্র কলেজের ছাত্র। দেরি হয়ে যাওয়ায় রেজাল্ট হাতে পাননি তিনি। এদিকে বিশ্ববিদ্যালয়ে এদিনই রেজাল্ট জমা না দিলে এম কম-এ ভর্তি হতে পারবেন না। এই পরিস্থিতিতে ছাত্র সংসদের দ্বারস্থ হন তিনি। কিন্তু সুফল মেলেনি। কলেজের প্রিন্সিপালকেও ফোন করে সুরাহা হয়নি। তাই তিনি কোনও দিশা না পেয়ে ‘এক ডাকে অভিষেক’-এ ফোন করেন। তারপর ঘণ্টা তিনেকের মধ্যে হাতেনাতে রেজাল্ট পেলেন তিনি। বাণিজ্য বিভাগের স্নাতকোত্তরে ভর্তি হবেন তিনি। এ জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অকুণ্ঠ ধন্যবাদ জানান দীপককুমার রায়।