প্রতিবেদন: আবহাওয়া দফতর বৃষ্টির পূর্বাভাস জারি করার পর থেকেই বড়দিনের আবহাওয়া নিয়ে চিন্তিত শহরবাসী। কলকাতা-সহ বাকি জেলাগুলিতে শনিবার বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। তবে হাওয়া অফিস আশার বাণী শুনিয়ে জানিয়েছে, বড়দিন থাকবে শুষ্ক। জাঁকিয়ে শীত না পড়লেও তাপমাত্রা ১৩ থেকে ১৫ ডিগ্রির মধ্যেই ঘোরাফেরা করবে।
আরও পড়ুন-‘এক ডাকে অভিষেক’-এ ফোন, বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলেন পড়ুয়া
আগামী চারদিনে কলকাতা বা আশপাশের তাপমাত্রায় খুব একটা হেরফের হবে না। তবে তারপর থেকে আবার দুই থেকে তিন ডিগ্রি কমবে তাপমাত্রা। বড়দিনে পারদ কিছুটা নামতে পারে বলে আশাবাদী। বেশিরভাগ জেলায় থাকবে কুয়াশার দাপট এবং দৃশ্যমানতার অভাব। উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের সব জেলার রাতের তাপমাত্রা মোটামুটি অপরিবর্তিত থাকবে। তবে সপ্তাহ শেষে দার্জিলিং, কালিম্পং-সহ একাধিক জেলায় হালকা বৃষ্টির আভাস। কোথাও ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই।