গোটা বিশ্ব এখন ঝুঁকছে এআই প্রযুক্তির দিকে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও অনুপ্রাণিত করছেন এআই নির্ভরতার ওপর। আর তার জেরে এবার ভারতেরই একটা বড় অংশের মানুষ হারাতে চলেছেন চাকরি। গুগলের (Google) নতুন সিদ্ধান্তে ১০ হাজার মানুষ হবেন কর্মহীন। যার বেশিরভাগটাই ম্যানেজার, ভাইস-প্রেসিডেন্ট পদে। ভারত থেকে একটা বড় অংশের মেধা যুক্ত এই সংস্থার এই পদে।
কৃত্রিম বুদ্ধিমত্তা যে ধরনের কাজকে সবথেকে বেশি সহজ করেছে তা হল ম্যানেজারদের কাজ, দাবি গুগল সিইও সুন্দর পিচাইয়ের। আর এই দাবিকে মান্যতা দিচ্ছে বিশ্বের আরও একগুচ্ছ সংস্থা। যার ফলে শুধুমাত্র ২০২৪ সালে কর্মহীন হওয়ার তালিকা দেখলে আঁৎকে উঠতে হয়। ২০২৪-এর প্রথমার্ধে ৩৩৩টি সংস্থা ৯৮ হাজার কর্মী ছাঁটাই করেছে। যার মধ্যে শুধুমাত্র মে মাসে ৩৯টি সংস্থা থেকে ছাঁটাই হয়েছেন ১০ হাজার জন। মাইক্রোসফট ছাঁটাই করেছে বিভিন্ন বিভাগের ১ হাজার কর্মী। আর সবটাই কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বাড়ার কারণে।
আরও পড়ুন- ক্রিসমাসের আগেই বেপরোয়া গতির বলি ২, রক্তাক্ত জার্মানি
এবার কোপ পড়ছে গুগল-এ (Google)। সুন্দর পিচাইয়ের দাবি, মূলত ম্যানেজার, ভাইস-প্রেসিডেন্ট, ডিরেক্টর পদে। ভারতে গুগলের চারটি দফতর। সবকটিতেই এই পদগুলিতে একাধিক উচ্চমেধার আধিকারিক রয়েছেন। এআই প্রযুক্তির প্রথম কোপ পড়তে চলেছে তাঁদের উপর। পিচাইয়ের দাবি ১০ শতাংশ ম্যানেজার পদে ছাঁটাই হবে। এর মধ্যে কিছু ব্যক্তিকে যোগ্যতার ভিত্তিতে অন্যত্র পদ দেওয়া হলেও বাকিরা সম্পূর্ণভাবে চাকরি হারাবেন।

