অনিয়মিত ট্রেন, প্রতিবাদে অবরোধ

Must read

প্রতিবেদন : লাগাতার অনিয়মিত ট্রেন-চলাচল! দিনের পর দিন চূড়ান্ত দুর্ভোগে অতিষ্ঠ হয়ে এবার প্রতিবাদের রাস্তা ধরলেন ক্ষুব্ধ নিত্যযাত্রীরা। শনিবার সকালে দক্ষিণ-পূর্ব রেলের হাওড়া-খড়্গপুর ডিভিশনের দেউলটি স্টেশনে রেল অবরোধে বসেন স্থানীয় মানুষ। তার জেরে প্রায় ২০ মিনিট হাওড়া-খড়্গপুর শাখায় ট্রেন-চলাচল ব্যাহত হয়। তবে শনিবার সরকারি অফিস-কাছারি বন্ধ থাকলেও বেসরকারি সংস্থার কর্মচারীরা ব্যাপক ভোগান্তির শিকার হন। যাত্রীদের অভিযোগ, অনিয়মিত ট্রেন-চলাচল রোজকার ঘটনা হয়ে গিয়েছে। নির্দিষ্ট সময়ে ট্রেন না আসায় প্রতিদিনই কাজে যাওয়া-আসায় ব্যাপক সমস্যায় পড়তে হয় যাত্রীদের। অবিলম্বে সঠিক সময়ে ট্রেন-চলাচলের দাবি স্থানীয়দের। স্থানীয় সূত্রে খবর, এদিন সকাল ৯টা ১৫ মিনিট নাগাদ ক্ষুব্ধ যাত্রীরা দেউলটি স্টেশনে রেললাইনে অবরোধে বসেন। আটকে যায় ডাউন জল্পেশ্বর লোকাল-সহ আরও একটি লোকাল ট্রেন। মিনিট ২০ পর আরপিএফ ঘটনাস্থলে পৌঁছে অবরোধ সরিয়ে দেয়।

আরও পড়ুন- ভগবানপুরে কৃষি সমবায় ভোটে বিরাট জয় তৃণমূল কংগ্রেসের

Latest article