মেলবোর্ন, ২১ ডিসেম্বর : এমসিজি-তে বক্সিং ডে টেস্টের প্রস্তুতি শুরু করে দিল ভারত। শনিবার প্রথম দিনের অনুশীলনে ভারতীয় ব্যাটাররা গতি, বাউন্সের সঙ্গে সড়গড় হওয়ার চেষ্টা করেন। দুই মহাতারকা রোহিত শর্মা ও বিরাট কোহলি শুরু থেকে নেটে পড়ে থেকে অফ স্টাম্পের বাইরের বল ছাড়ায় মন দেন। তার মধ্যেই ভারতীয় শিবিরে অস্বস্তি বাড়ল কেএল রাহুলের চোটে। যদিও পরে নেটে ব্যাটও করেন তিনি।
মেলবোর্ন টেস্ট রোহিতের কাছে অগ্নিপরীক্ষা। একইভাবে ভারতের কাছেও। মেলবোর্নেও তিনি মিডল অর্ডারে খেলবেন, নাকি ওপেনিংয়ে ফিরবেন তা নিয়ে অবশ্য ধোঁয়াশা রয়েছে। শনিবার সবার আগে নেটে আসেন রোহিত। শুরুতে দুই থ্রোডাউন স্পেশালিস্ট রঘু ও দয়ানন্দের সামনে ব্যাট করেন। তাঁদের অফ স্টাম্পের বাইরে বেশি বল রাখতে বলেন রোহিত। পরে আকাশ দীপ, হর্ষিত রানাকেও খেলেন ভারত অধিনায়ক। দুই পেসারকেও লেংথ বুঝিয়ে দেন। স্টান্সে সামান্য বদল এনে রানে ফিরতে চাইছেন। এদিন নেটে একটু ওপেন চেস্টে ব্যাট করতে দেখা গিয়েছে রোহিতকে।
আরও পড়ুন-রূপশ্রী নিয়ে মানুষের মধ্যে বিভ্রান্তি কাটাতে সার্কুলার আনছে পুরসভা
রোহিতের পাশের নেটে সিম, স্যুইংয়ের বিরুদ্ধে সাবলীল ব্যাটিং করেন বিরাটও। ব্যাকফুটে বেশি খেলছেন এবং বেশি বল ছাড়ছেন। সিরিজে রোহিত ও বিরাট সিরিজে চতুর্থ, পঞ্চম স্টাম্পের বল তাড়া করে আউট হয়েছেন। নেটে শর্ট পিচ বলে কবজিতে চোট পান রাহুল। ফিজিওর কাছে যন্ত্রণা নিরোধক মলম নিতে দেখা গিয়েছে তাঁকে। পরে নেটে ফিরে ব্যাটিংও করেন। পারথেও চোট পেয়েছিলেন। পরে টেস্ট খেলেন। এখনও চার দিন বাকি রয়েছে মেলবোর্ন টেস্টের। তাই ছন্দে থাকা রাহুলকে নিয়ে চিন্তার কিছু দেখছে না দল।
এদিকে বক্সিং ডে টেস্ট চলাকালীন মেলবোর্নে ভয়ঙ্কর গরমের পূর্বাভাস রয়েছে। ২৬ ডিসেম্বর থেকে পাঁচ দিন সর্বোচ্চ তাপমাত্রা ছুঁতে পারে ৪০ ডিগ্রি। ইতিমধ্যেই এমসিজি-র টিকিট হাউসফুল। গরমের কারণে টেস্টে বাড়তি ড্রিঙ্কস ব্রেক রাখা হতে পারে।