প্রতিবেদন: মার্কিন মুলুকের টুইন-টাওয়ার ধ্বংসের স্মৃতি উসকে রাশিয়ায় (Russia) ড্রোন হামলা ইউক্রেনের। কাজানে একসঙ্গে একাধিক বহুতলে আছড়ে পড়ল ইউক্রেনের ড্রোন। সেই হামলার ছবি ভাইরাল হয়েছে নেটমাধ্যমে। দেখা গিয়েছে, একের পর এক বহুতলে আছড়ে পড়ছে পরপর আটটি শক্তিশালী ড্রোন। ২০০১ সালে আমেরিকার টুইন-টাওয়ারে হামলা চালায় আল কায়দা। জোড়া বহুতলের মধ্যে আত্মঘাতী বিমান ঢুকে যাওয়ার দৃশ্যে কেঁপে উঠেছিল সারা বিশ্ব।
আরও পড়ুন-টেস্ট চলাকালীন গরমের সতর্কতা, নেটে রোহিত, অস্বস্তি বাড়ল রাহুলের চোটে
সেই হামলায় প্রাণ হারান কমপক্ষে ৩ হাজার মানুষ। জখম কমপক্ষে ৬ হাজার। সেই বীভৎস স্মৃতিই ফিরে এল কাজানে শনিবারের এই হামলায়। হতাহতের সংখ্যা নিয়ে এখনও পর্যন্ত ধোঁয়াশা আছে। হামলার পরেই কাজান বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়। বিমান ওঠানামা নিয়ন্ত্রণ করা হয় ইঝেভসক বিমানবন্দরেও ৷ সংবাদ সংস্থা সূত্রে খবর, রাশিয়ার বায়ুসেনা একটি ড্রোন ধ্বংস করতে পারলেও বাকি আটটি ড্রোন নির্দিষ্ট লক্ষ্যে আঘাত করে। ড্রোন হামলার পরে ওই অঞ্চলের বাড়িগুলি দ্রুত খালি করে দেওয়া হয়েছে। বন্ধ শিক্ষা প্রতিষ্ঠানেও। বহু মানুষ মাটির নীচের সুড়ঙ্গে আশ্রয় নিয়েছেন। ইউক্রেনের রাজধানী কিয়েভে শুক্রবার রাতে ড্রোন এবং মিসাইল হামলা চালায় রাশিয়া। তার বদলা নিতেই শনিবার এই হামলা বলে কূটনৈতিক মহলের অনুমান।