প্রতিবেদন: মৃতদেহের (dead body) সঙ্গে সঙ্গম করা ভয়ঙ্কর অপরাধের পর্যায়ে পড়ে। তবে এই ঘৃণ্য কাজকে আইনত ধর্ষণ বলা যায় না। এমনকি নাবালিকার মৃতদেহের সঙ্গে ঘটলে তা পকসো আইনের আওতাতেও পড়বে না। সম্প্রতি এক মামলার পর্যবেক্ষণে জানিয়েছে ছত্তিসগড় হাইকোর্ট।
আরও পড়ুন-কাজানের একাধিক বহুতলে ড্রোন-হামলা ইউক্রেনের
হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ এই প্রসঙ্গে আগেকার ভারতীয় দণ্ডবিধি এবং পকসো আইনের প্রেক্ষিতে এই পর্যবেক্ষণ জানিয়েছে। এক নাবালিকার অপহরণ, ধর্ষণ এবং খুনের মামলার শুনানিতে এই পর্যবেক্ষণ উঠে এসেছে। হাইকোর্টের নির্দেশনামায় প্রধান বিচারপতির বেঞ্চ লিখেছে, মৃতদেহকে ধর্ষণের ঘটনা এক অতি বিরল ও ভয়ঙ্কর অপরাধ। কিন্তু এক্ষেত্রে আগেকার ভারতীয় দণ্ডবিধি কিংবা পকসো আইনের ধারায় এই অপরাধে কাউকে দোষী সাব্যস্ত করা যায় না। আইনত, অপরাধ সংঘটিত হওয়ার সময়ে নির্যাতিতার জীবিত থাকা প্রয়োজন। মৃতদেহের সঙ্গে এধরনের বিকৃতি ঘটলেও তাই তা ধর্ষণের শাস্তিযোগ্য নয়। তবে সংশ্লিষ্ট মামলাটির ক্ষেত্রে অপহরণ, ধর্ষণ এবং খুনের মামলায় দুই অভিযুক্তই যে দোষী, তাও জানায় হাইকোর্ট।